সিটি ব্যাংক সঞ্চয়ী ডেলাইট হিসাব
সঞ্চয়ী ডেলাইট হিসা আপনাকে আকর্ষণীয় সুদের হারের মাধ্যমে সঞ্চয়কে সর্বোচ্চতর করতে সহায়তা করে।
Eligibility (নির্বাচিত হইবার যোগ্যতা)
• বয়স: কমপক্ষে ১৮ বছর হতে হবে;
• জাতীয়তা: বাংলাদেশী হতে হবে।
Features (বৈশিষ্ট্য)
• চেক বই সুবিধা;
• দৈনিক স্থিতির উপর সুদ প্রদান;
• সুদ স্বয়ংক্রিয়ভাবে কোয়ার্টারলি হিসাবে প্রদান;
• সেফ ডিপোজিট লকার সুবিধা;
• কম ব্যাংকিং চার্জ (পে অর্ডার, পাসপোর্ট অনুমোদন, হিসাব রক্ষণাবেক্ষণ ফি);
• এটিএম থেকে নগদ টাকা উত্তোলনের জন্য ডেবিট কার্ড সুবিধা;
• অধিক এটিএম উত্তোলন সীমা;
• CitymaxX কার্ডের মাধ্যমে কেনা কাটায় ক্যাশ ব্যাক সুবিধা;
• ইউটিলিটি বিল পেমেন্ট সেবা;
• ফান্ড স্থানান্তরের জন্য স্থায়ী নির্দেশনা;
• ক্লিয়ারিং হাউসের মাধ্যমে চেক সংগ্রহ;
• সিটিটাচের মাধ্যমে অনলাইন ব্যাংকিং সেবা;
• এসএমএস এলার্ট এবং কল সেন্টার সুবিধা।
Interest Rate (সুদের হার)
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
দিন শেষে ব্যালেন্স | সুদের হার |
---|---|
১ লক্ষ টাকার নিচে | ০ |
১–৫ লক্ষ টাকা | ৩.৫০ |
৫–১০ লক্ষ টাকা | ৩.৭৫ |
১০–২০ লক্ষ টাকা | ৪.০০ |
২০–৩০ লক্ষ টাকা | ৪.২৫ |
৩০ লক্ষ টাকার উপর | ৪.৫০ |