সিটি ব্যাংক আগোরা আমেরিকান এক্সপ্রেস কার্ড
সিটি ব্যাংক কর্তৃক ইস্যু করা আগোরা আমেরিকান এক্সপ্রেস কার্ডের বিশ্বে আপনাকে স্বাগতম। এই কার্ডটি আপনাকে বাংলাদেশ বা অন্য যে কোথায়ও আগোরা আউটলেটে কেনাকাটা করার সময় অসাধারণ রিওয়ার্ড দিয়ে থাকে।
Overview (সংক্ষিপ্ত বিবরণ)
Welcome and Renewal Vouchers (স্বাগতম এবং রিনিউয়াল ভাউচার)
• আগোরা ভাউচারের সাথে কার্ড মেম্বারশিপ অভিজ্ঞতা বৃদ্ধি করুন। আপনার স্বাগত প্যাকের ভ্যালু ২০০০ টাকা;
• কার্ড মেম্বারশিপ প্রতি বছর উদযাপন করতে, ১০০০ টাকা মূল্যের আগোরা ভাউচার দিয়ে রিওয়ার্ড জিতুন;
• কার্ডের পাশাপাশি সারা দেশে আগোরা আউটলেটে সকল পণ্যগুলোর জন্য ভাউচার Redeem করুন। সকল ভাউচার ২ মাসের জন্য বৈধ হবে।
Spend Benefits (ব্যয় সুবিধা)
• আগোরা উপহার ভাউচার উপভোগ করুন-
• ২,০০,০০০ টাকা খরচে ১,০০০ টাকা প্রতি সদস্যপদ বছরে;
• অতিরিক্ত উপহার ভাউচার ২,০০০ টাকা যখন আপনি ২,০০,০০০ টাকার উপরে ১,০০,০০০ টাকা খরচ করবেন একই সদস্যপদ বছরের মধ্যে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
Aponjon Reward Points (আপনজন পুরষ্কার পয়েন্ট)
• সিটি ব্যাংক কর্তৃক ইস্যু করা আগোরা আমেরিকান এক্সপ্রেস কার্ডের সাথে কেনাকাটা করুন এবং প্রতিদিনের ব্যয়গুলো বিস্ময়কর পুরস্কার রূপে ফেরত পেতে পারেন;
• সারা দেশের আগোরা বাজারে আপনি যখন ১০০ টাকা খরচ করবেন তখন ১০ আপনজন পুরষ্কার পয়েন্ট উপার্জন করতে পারবেন;
• এছাড়াও আপনি যখন ১০০ টাকা বা ২ ডলার পিওএস/ইকমার্স লেনদেনের মাধ্যমে খরচ করবেন তখন ১ আপনজন পুরষ্কার পয়েন্ট উপার্জন করতে পারবেন দেশে বা বিদেশে যে কোথাও;
•১ আপনজন পুরষ্কার সমান ১ টাকা, যা সারা দেশ জুড়ে আগোরা স্টোরগুলোতেই ব্যবহার করতে পারবেন।
Travel Benefits (ভ্রমণ সুবিধা)
• বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বিমান হলিডে এবং মনোনীত বিক্রয় কেন্দ্রে ২০% পর্যন্ত ছাড় উপভোগ করুন: (www.bimanholidays.com)। অফার ৩০ জুন, ২০১৯ পর্যন্ত;
• সপ্তাহান্তে প্রথম রাতের জন্য বিল প্রদানের পরে বিলাসবহুল রিসর্টে এক রাতের থাকার সযোগ। অফার বৈধ নয়- বৃহঃ-শুক্র, শুক্র-শনি এবং ব্ল্যাকআউট দিনে।
Lifestyle Benefits (লাইফস্টাইল বেনিফিট)
• ঢাকা রেজেন্সি হোটেল ও রিসোর্ট ঢাকা;
• ঢাকার পথে;
• লং বিচ স্যুট ঢাকা;
• সামারফিল্ড রেস্টুরেন্ট, হোটেল স্যারিনা লিঃ;
• মনিপুরা রেস্তোরাঁ, এশিয়া হোটেল এন্ড রিসোর্ট।
Insurance Benefit (বীমা সুবিধা)
• ডাবল বেনিফিট ইনসিওরেন্স (DBI): কার্ড মেম্বার দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুর ঘটনা বা স্থায়ী অক্ষমতায় (PTD) কার্ডের ব্যালেন্সের উপর বিমা করা হয়। কার্ড মেম্বার স্বয়ংক্রিয়ভাবে প্রতি মাসে ০.৩৫% প্রিমিয়াম চার্জ করা হবে।
• দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা (AADI): একজন কার্ড মেম্বার স্বয়ংক্রিয়ভাবে সকল দুর্ঘটনাজনিত মৃত্যুর বীমা গ্রহণ করতে পারবে। এই বীমা যে কোন দুর্ঘটনার কারণে মৃত্যুতে হতে পারে। প্রতিটি কার্ড মেম্বারের জন্য কভারেজ ১,৫০,০০০ টাকা, যা একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে কার্ড মেম্বারের নমিনীকে দেওয়া হবে।
Other Benefits (অন্যান্য সুবিধা)
• FlexiBuy প্রোগ্রামে ০% সুদ;
• কার্ড চেক;
• ব্যালেন্স ট্রান্সফার;
• একই মাসিক কিস্তি;
• ইজি পে;
• আমেরিকান এক্সপ্রেস সার্ভিস সেন্টার;
• ২৪ ঘন্টা ডেডিকেটেড গ্রাহক সেবা কেন্দ্র;
• ই-বিবৃতি;
• কার্ড রিপ্লেসমেন্ট।