বাংলাদেশ ব্যাংক

ক্যাশ রিজার্ভ রেশিও (CRR) এবং স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও (SLR) সংক্রান্ত সার্কুলার

ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক সমূহের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইংরেজিতে জারিকৃত একটি সার্কুলার, যা বাংলায় আপনাদের জন্য তুলে ধরা হলো-

প্রিয় মহোদয়,

Cash Reserve Ratio (CRR) and Statutory Liquidity Ratio (SLR)

   অনুগ্রহ করে উপরোক্ত বিষয়ে ডিওএস সার্কুলার নং ০১, তারিখ ১৯/০১/২০১৪ দেখুন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

   ১. বিআরপিডি সার্কুলার লেটার নং ১৫, তারিখ ২৬/০৭/২০১৮ এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা নির্দেশাবলী অনুসারে ডিওএস সার্কুলার নং ০১, তারিখ ১৯/০১/২০১৪ এর ধারা 3(d) তে অন্তর্ভুক্ত নির্দেশনা অনুযায়ী নিম্নোক্ত বিষয় প্রতিস্থাপিত হয়েছে:

   “3. d) Inter-bank items (excluding surplus amount of subordinated debt)”

   ২. নতুন নির্দেশ অনুযায়ী demand এবং time liabilities এর সহজতর রিপোর্টিং এর জন্য, DB-4(C) এবং DB-4(I) এর সংশোধিত বিন্যাস এই সার্কুলারের সাথে কপি সংযুক্ত করা হয়েছে। উক্ত ফরম্যাটটি অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।

   ডিওএস সার্কুলার নং ০১, তারিখ ১৯/০১/২০১৪ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আপনাদের বিশ্বস্ত,

স্বাঃ/-
(মোঃ সিরাজুল ইসলাম)

মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব)
ফোনঃ ৯৫৩০০৮১

• সার্কুলারটি দেখতে ক্লিক করুন এখানে

সূত্রঃ ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, বাংলাদেশ ব্যাংক
ডিওএস সার্কুলার লেটার নং-২৩/২০১৮, তারিখঃ ০৭ অক্টোবর, ২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button