জেনারেল ব্যাংকিং

চেক (Cheque) কি বা কাকে বলে?

চেক বা Cheque হলো বিশেষভাবে মুদ্রিত এক ধরনের কাগজ যা Bank কর্তৃক গ্রাহকের হিসাবের বিপরীতে ইস্যু করা হয়ে থাকে। চেক Cheque), হলো এমন একটি হস্তান্তরযোগ্য দলিল যার মাধ্যমে ব্যাংকের আমানতকারি লিখিত ও শর্তহীনভাবে ব্যাংককে চেকের বাহককে নির্দিষ্ট পরিমান অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে থাকে।

চেক (Cheque) এর সংজ্ঞা
চেকের ব্যবহার প্রাচীন কাল থেকে বিশেষ করে ৯ম শতাব্দী থেকে চলে আসছে। তবে এটি বিংশ শতাব্দীতে এসে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে Cheque প্রসেসিং স্বয়ংক্রিয় হয়ে ওঠে এবং প্রতি বছর কোটি কোটি চেক ইস্যু করা হয়। Cheque একটি হস্তান্তরযোগ্য দলিল।

আরও দেখুন:
চেক প্রতারণা ও ডিজঅনারে করণীয়

ব্যাংকের গ্রাহক কোন নির্দিষ্ট ব্যক্তিকে বা তার নির্দেশে অপর কাউকে অথবা কোন বাহককে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করার জন্য ব্যাংককে লিখিতভাবে যে আদেশ দেয়, তাকে Cheque বলে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Negotiable Instrument Act অনুযায়ী-
“A cheque is a bill of exchange drawn on a specified Banker and not expressed to be payable otherwise than on demand.”
অর্থাৎ চেক হলো এমন একটি বিনিময় বিল, যা কোন নির্দিষ্ট ব্যাংকের উপর কাটা এবং কেবলমাত্র চাহিবামাত্র পরিশোধযোগ্য।

১৮৮২ সালে যুক্তরাজ্যের বিল অব এক্সচেঞ্জ আইনের ৭৩ নং ধারায় Cheque সম্পর্কে বলা আছে-
A Cheque is a bill of exchange drawn on a Banker, payable on demand.
অর্থাৎ Cheque হলো এমন একটি বিনিময় বিল যা কোন ব্যাংকের উপর আনীত এবং চাহিবামাত্র পরিশোধযোগ্য।

LE Davids বলেন-
Cheque is a bill of exchange drawn on a bank, payable on demand.
অর্থাৎ চেক এমন একটি বিনিময় বিল, যা কোন ব্যাংকের ওপর আদিষ্ট হয় এবং যা চাহিবামাত্র পরিশোধযোগ্য।

F E Perry বলেন-
Cheque is a bill of exchange payable on demand drawn on a bank.
অর্থাৎ চেক হল একটি বিনিময় বিল যা চাহিবামাত্র পরিশোধযোগ্য এবং কোন ব্যাংকের ওপর আনীত আদেশ।

Wikipedia তে বলা হয়েছে-
A cheque or check is a document that orders a bank to pay a specific amount of money from a person’s account to the person in whose name the cheque has been issued.
অর্থাৎ চেক হলো একটি ডকুমেন্ট যা কোন একটি ব্যাংককে কোন একজন ব্যক্তির হিসাব থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের আদেশ দেয়া যার নামে চেকটি ইস্যু করা হয়েছে।

২ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button