ব্যাংক গ্রাহক

ব্যাংকে গ্রাহক বেশে প্রতারকচক্র সাবধান!

সাবধান হােন! নিরাপদ থাকুন! সাম্প্রতিককালে বিভিন্ন ব্যাংক শাখায় প্রতারকচক্র ভুয়া গ্রাহক সেজে গ্রাহকদের সরলতা ও দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে গ্রাহকদের অর্থ হাতিয়ে নিয়ে যাচ্ছে। গ্রাহকদেরকে কেন্দ্র করে প্রতারণার নানা পদ্ধতি বের করেছে প্রতারকরা। দিনদিন এই প্রতারণা কমার বদলে বৃদ্ধি পাচ্ছে। কতিপয় বিষয়ে সাবধানতা অবলম্বন করলে এই প্রতারনা থেকে রেহাই পাওয়া যায়।

প্রতারকচক্র থেকে সাবধান
প্রতারকচক্র থেকে সাবধান হতে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলুন-
• অপরিচিত কাউকে লেনদেনের তথ্য দেয়া, টাকা গুনতে দেয়া এবং কাউন্টারের বাইরে খুচরা বিনিময় করা বিপজ্জনক! এগুলো এড়িয়ে চলুন।
• কাউকে লেনদেনের তথ্য দিবেন না। নিজের টাকা নিজে গুনুন এবং কাউন্টারের বাইরে খুচরা বিনিময় করা থেকে বিরত থাকুন।
• ক্যাশ কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকাকালীন কেউ যদি বলে ভাই আপনার টাকা নিচে পড়ে গেছে। ভূলেও সেই টাকা তুলতে যাবেন না। প্রতারকচক্রের প্রতারনার এটা একটা কৌশল।
• আগবাড়িয়ে কেউ আপনার সাথে মিশতে চাইলে তাকে/তাদেরকে এড়িয়ে চলুন। কেউ পিছু নিয়েছে মনে হলে ব্যাংক কর্তৃপক্ষকে জানান।
• বড় অংকের টাকা বহনকালে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন অথবা আইন শৃংখলা বাহিনীর সহযােগিতা নিন।

নারী গ্রাহকগণ বেশি সাবধানতা অবলম্বন করুন-
• ভ্যানিটি ব্যাগে টাকা বহন করা একেবারেই অনিরাপদ।
• নারী প্রতারক/চোর ভ্যানিটি ব্যাগ হতে আপনার টাকা সহজেই নিয়ে যেতে পারে।
• ভ্যানিটি ব্যাগে বহন করা টাকার ব্যাপারে সর্বোচ্চ সর্তক থাকুন।
• ব্যাংকের ভেতর অচেনা নারীদের এড়িয়ে চলুন। এদের কেউ কেউ গ্রাহক বেশে প্রতারক।

উপরোক্ত মেনে চলুন এবং প্রতারকচক্রের হাত থেকে বাঁচুন। মনে রাখবেন অসতর্কতা/অসাবধানতাজনিত যেকোনাে দুর্ঘটনার দায় নিতান্তই গ্রাহক হিসেবে আপনার নিজের। এ ব্যাপারে কোন ভাবেই ব্যাংক কর্তৃপক্ষকে দায়ি করা যাবে না।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

আরও দেখুন:
◾ অর্থ ব্যবস্থাপনার পাঁচ পরামর্শ
◾ ডিজিটাল অর্থনীতির বিকাশে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ জরুরি
◾ অর্থনৈতিক লেনদেনে ধোঁকা ও প্রতারণা
◾ নিম্ন সুদহার নীতি আর উচ্চ সুদহার ঝুঁকির চক্রে ব্যাংক
◾ বিধ্বংসী পুঁজিবাদের বিকল্প কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button