ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৩০ প্রোডাক্ট ওয়েটেজ

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Product Weightage সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৩০তম পর্বে।

প্রশ্ন: Weightage কি?
উ: Weightage হল এক Product কে অন্য Product এর তুলনায় বেশী বা কম গুরুত্ব দেওয়া। ইসলামী ব্যাংকগু‌লি Mudaraba Depositor দে‌র Profit এর Final Rate বের করার জন্য বছ‌রের শে‌ষে এটা ব্যবহার করে। Conventional Bank গু‌লিও Weightage ব্যবহার ক‌রে বছ‌রের শুরু‌তেই Interest Rate নির্ধারণ ক‌রে দেয়।

প্রশ্ন: Weightage এর ক্ষেত্রে কি কি Factor বিবেচনা করা হয়?
উ: Weightage এর ক্ষে‌ত্রে বি‌বেচ্য Factors হ‌লো যথা:
1. The more risk the more Weightage
2. The longer the period More Weightage.
3. More the uses the bank facility less the Weightage
4. Less the uses of bank facility, more Weightage.
5. More the interest of the bank or society, more the Weightage.
6. Rate of the Competitors.

প্রশ্ন: Mudaraba Depositor দের Profit Distribution এর ক্ষেত্রে Mechanism টা কি?
উ: Mudaraba Depositors শুধু Investment Income থেকে ভাগ পাবে, তারা Ancillary Income থেকে কোন লাভ পাবে না যেমন:
Ancillary Income =Tk 20
AWCA Income (Investment) =Tk 10
Mudaraba Income (Investment) =Tk120
Total Income (20+10+120)=Tk150
এখন Ancillary Income Tk 20 এবং Investment Income against AWCA 10 সরাস‌রি মা‌লিকগন পা‌বেন।
Income against Mudaraba Tk 120 এর মধ্য থে‌কে 65% পা‌বে Depositor গন আর 35% পা‌বেন Shareholder গন।
Share Holder গন পা‌বেন (120÷100)×35=42
Depositor গন পা‌বেন (120÷100)×65 = 78

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

এখন বের করব Mudaraba Deposit এর প‌রিমান Weightage অনুযায়ী কত হয়?
Product Deposit Weightage % Deposit
MHSA 100 135% 135
MTDRA 150 100% 150
MSA 350 75% 262.50
MSND 50 55% 27.50
MSB 150 125% 187.50
Total Mudaraba Deposit
(100+150+ 350 +50 +150)= 800
Weightage করার পর Weighted Deposit (135+150+262.50+27.50+187.50)=762.50
এখন বের করব Tk 78 এর ম‌ধ্যে থে‌কে কোন Weighted Deposit অনুসা‌রে কে কত Profit পা‌বে?
MHSA (78÷762.50)× 135 =13.81
MTDRA (78÷762.50)×150= 15.34
MSA (78÷762.50)×262.50= 26.85
MSND (78÷762.50)×27.50= 2,81
MSB (78÷762.50)×187.50= 19.18
Final Profit Rate বের করব মুল Deposit অনুযায়ী:
MHSA (13.81÷100)×100= 13.81%
MTDRA (15.34÷150)×100= 10.23%
MSA (26.85 ÷350)×100= 7.67%
MSND (2.81÷ 50)× 100= 5.63%
MSB (19.18÷150)×100= 12.79%

Final Profit Rate হ‌বে:
MHSA = 13.81%
MTDRA = 10.23%
MSA = 7.67%
MSND = 5.63%
MSB = 12.79%
NB:
MHSA = Mudaraba Hajj Saving Account
MTDRA = Mudaraba Term Deposit Receipt Account
MSA = Mudaraba Saving Account
MSND = Mudaraba Special Notice Deposit Account
MSB = Mudaraba Saving Bond Account.

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button