ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৫০ তামাদি আইন সংক্রান্ত

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হচ্ছে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা তামাদি আইন সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৫০তম পর্বে।

প্রশ্নঃ মি. ব‌লেন‌ তো তামাদি আইন কত সালের আইন?
উত্তরঃ স্যার, ১৯০৮ সালের।
প্রশ্নঃ তামাদি কি ধরনের শব্দ?
উত্তরঃ আরবী শব্দ।
প্রশ্নঃ তামাদি শব্দের অর্থ কি?
উত্তরঃ কোন কিছু বিলুপ্ত হওয়া বা বাধা প্রাপ্ত হওয়া।

প্রশ্নঃ নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায়ে ও স্বত্ব প্রতিষ্ঠার জন্য ব্যবস্থা গ্রহন না করলে উক্ত দাবি বা স্বত্বাধিকার নষ্ট হয়েছে বলে আইনে পরিগণিত হবে ইহাকে কি বলা হয়?
উত্তরঃ তামাদি।
প্রশ্নঃ তামাদি আইন প্রণয়নের মূল উদ্দেশ্য কি?
উত্তরঃ বাদী বা বিবাদীর আদালতের প্রতি স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করা।
প্রশ্নঃ কোন ব্যক্তি যদি একই জমি বার বৎসরের উর্ধ্বকাল স্বত্ব দাবী করে অবিরাম দখলে রাখে, তবে সেই ব্যক্তির অনুকূলে ঐ জমিখানির উপর এক ধরণের স্বত্ব উপজাত হয়, ইহাকে কি বলে?
উত্তরঃ বিরুদ্ধ-স্বত্ব।

প্রশ্নঃ “নিদিষ্ট মেয়াদ উত্তীর্ণ হবার পর দায়েরকৃত মোকদ্দমা তামাদিতে বারিত বলে খারিজ হবে” এ সম্পর্কে তামাদি আইনের কোন ধারায় বলা হয়েছে?
উত্তরঃ তামাদি আইনের ৩ ধারায়।
প্রশ্নঃ তামাদি আইনের ৩ ধারা প্রযোজ্য হয় কোন মোকদ্দমায়?
উত্তরঃ সকল রিভিউ, আপিল, রিভিশন এবং দেওয়ানী মূল মোকদ্দমায়।
প্রশ্নঃ আদালত বন্ধের দিন যদি তামাদির মেয়াদ শেষ হয়, তবে কি উহা তামাদির মেয়াদে বারিত হবে?
উত্তরঃ হবে না।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্নঃ আদালত বন্ধের দিন যদি তামাদির মেয়াদ শেষ হয় তবে উহার জন্য মোকদ্দমা আপিল বা দরখাস্ত দায়ের করা যাবে কোন দিন?
উত্তরঃ আদালত খোলার দিন।
প্রশ্নঃ তামাদির নির্ধারিত সময়সীমা পার হবার পর কোন আপিল, রিভিউ বা রিভিশনের দরখাস্ত আদালতে পেশ করা হলে উপযুক্ত কারণ সাপেক্ষে সময়সীমা বর্ধিত করা হলে তাকে কি বলা হয়?
উত্তরঃ বিলম্ব মওকুফ।
প্রশ্নঃ স্যুটের ক্ষেত্রে কি তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবে?
উত্তরঃ প্রযোজ্য হবে না।

প্রশ্নঃ ১৯৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারার ক্ষেত্রে তামাদি মেয়াদ প্রযোজ্য কিনা?
উত্তরঃ প্রযোজ্য নয়।
প্রশ্নঃ ১৮৬৯ সালের বিবাহ বিচ্ছেদ আইনের মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ প্রযোজ্য কিনা?
উত্তরঃ প্রযোজ্য নয়।
প্রশ্নঃ বিলম্ব মওকুফের দরখাস্ত কত ধারায় করতে হয়?
উত্তরঃ তামাদি আইনের ৫ ধারায়।

প্রশ্নঃ আইনগত অক্ষমতার অবসান না হওয়া পর্যন্ত তামাদি বন্ধ থাকবে কি?
উত্তরঃ তামাদি বন্ধ থাকবে।
প্রশ্নঃ “কয়েকজন লোক মোকদ্দমা দায়ের বা ডিক্রি জারির দরখাস্ত পেশ করার অধিকার লাভ করার পর একজন অক্ষম হলে তার অবসান না হওয়া পর্যন্ত তামাদি চলবে না” এ সম্পর্কে তামাদি আইনের কত ধারায় বলা হয়েছে?
উত্তরঃ তামাদি আইনের ৭ ধারায়।
প্রশ্নঃ “তামাদি মেয়াদ গণনা একবার আরম্ভ হলে ইহা আর পরবর্তী কোন অক্ষমতার দ্বারা স্থগিত হয় না” এ সম্পর্কে তামাদি আইনের কত ধারায় বলা হয়েছে?
উত্তরঃ তামাদি আইনের ৯ ধারায়।

প্রশ্নঃ “নির্দিষ্ট অছিকৃত সম্পত্তির তামাদির মেয়াদ মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে কখনও মেয়াদ তামাদি হবে না” এ সম্পর্কে তামাদি আইনের কত ধারায় বলা হয়েছে?
উত্তরঃ তামাদি আইনের ১০ ধারায়।
প্রশ্নঃ কত ধারার বিধান মতে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হয়?
উত্তরঃ তামাদি আইনের ১২ ধারার বিধান মতে।
প্রশ্নঃ “মোকদ্দমা দায়ের করার অধিকার অর্জনের আগেই বাদীর মৃত্যুর ফলাফল” এ সম্পর্কে তামাদি আইনের কত ধারায় বলা হয়েছে?
উত্তরঃ তামাদি আইনের ১৭ ধারায়।

প্রশ্নঃ কোন মোকদ্দমার ক্ষেত্রে কোন দেনার আংশিক পরিশোধ করলেও পরিশোধের তারিখ হতে নতুন করে তামাদির মেয়াদ শুরু হয় না-
উত্তরঃ বন্ধক দাতার সম্পত্তি পূনঃরুদ্ধারের মোকদ্দমার ক্ষেত্রে।
প্রশ্নঃ অবিরামভাবে যা একাধারে চুক্তি ভঙ্গের ফলাফল কি?
উত্তরঃ তামাদির মেয়াদ নতুন করে শুরু হওয়া।
প্রশ্নঃ নতুনভাবে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হয় কোন কোন কর্মকান্ডের ফলে?
উত্তরঃ লিখিত প্রাপ্তি স্বীকারের ফলে, অবিরাম চুক্তি ভঙ্গের ফলে এবং আংশিক দেনা পরিশোধের ফলে।

প্রশ্নঃ চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের কোন মোকদ্দমায় যেক্ষেত্রে কোন সময়কাল নির্ধারিত নেই সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে কখন থেকে?
উত্তরঃ অস্বীকৃতির বিষয় জানার তারিখ হতে।
প্রশ্নঃ তামাদি আইন কোন ধরনের আইন?
উত্তরঃ পদ্ধতিগত আইন।
প্রশ্নঃ তামাদি আইনের উদ্দেশ্য কি?
উত্তরঃ নির্ধারিত সময়ের মধ্যে মোকদ্দমা দায়ের করা।

প্রশ্নঃ কোন কোন ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা করা হয়?
উত্তরঃ দেওয়ানী মূল মোকদ্দমা, আপিল, রিভিশন এবং বিশেষ দরখাস্ত দাখিলের ক্ষেত্রে।
প্রশ্নঃ তামাদি আইন প্রযোজ্য হয় না—
উত্তরঃ ফৌজদারী মূল মামলার ক্ষেত্রে।
প্রশ্নঃ কখন তামাদি গণনা আরম্ভ হয়?
উত্তরঃ যে দিন নালিশের কারণ আরম্ভ হয় সেদিন থেকে।

প্রশ্নঃ অগ্রক্রয়ের অধিকার সংক্রান্ত বলবতের মোকদ্দমা কত দিনের মধ্যে করতে হবে?
উত্তরঃ ১ বছর (অনুচ্ছেদ-১০)।
প্রশ্নঃ বিক্রয় রদের মোকদ্দমা কত দিনের মধ্যে করতে হবে?
উত্তরঃ ১ বছর (অনুচ্ছেদ-১২)।
প্রশ্নঃ তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত কোন ধরনের মোকদ্দমা খারিজ হবে?
উত্তরঃ সব ধরনের মোকদ্দমা।

প্রশ্নঃ তামাদির আইনের ৩ ধারা প্রযোজ্য হয় না কোন মামলায়?
উত্তরঃ ফৌজদারীর মূল মামলায়।
প্রশ্নঃ কোন অপরাধের কোন তামাদি হয় না?
উত্তরঃ ফৌজদারী অপরাধের।
প্রশ্নঃ ইস্যূকৃত বা রেজিস্ট্রিকৃত কোন দলিল জাল বলে ঘোষনার জন্য মোকদ্দমা কত দিনের মধ্যে করতে হবে?
উত্তরঃ ৩ বছর (অনুচ্ছেদ-৯২)।

প্রশ্নঃ প্রতারণামূলকভাবে যে ডিক্রি নেওয়া হয়েছে, তা রদ করার জন্য কত দিনের মধ্যে মোকদ্দমা করতে হবে?
উত্তরঃ ৩ বছর (অনুচ্ছেদ-৯৫)।
প্রশ্নঃ মৃত্যু বা তালাক দ্বারা যখন বিবাহ বিচ্ছেদ হয় তখন বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম মহিলার ক্ষেত্রে মোকদ্দমা দায়েরের তামাদির সময়কাল কত দিন?
উত্তরঃ ৩ বছর (অনুচ্ছেদ-১০৪)।
প্রশ্নঃ সুখাধিকার অর্জন এর ইংরেজী কি?
উত্তরঃ Easement Right ।

প্রশ্নঃ একজন সরকারি ব্যক্তি কর্তৃক বর্তস্বত্ব বা সুখাধিকার অর্জনের মেয়াদ কত বছর?
উত্তরঃ ২০ বছর।
প্রশ্নঃ লিখিত ও রেজিস্ট্রিকৃত চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা কত দিনের মধ্যে করতে হয়?
উত্তরঃ ৬ মাস (অনুচ্ছেদ-১১৬)।
প্রশ্নঃ ঘোষনামূলক মোকদ্দমার তামাদির মেয়াদ কত?
উত্তরঃ আইনের ১২০ অনুচ্ছেদ প্রযোজ্য হলে ৬ বছর।

প্রশ্নঃ স্থাবর সম্পত্তি বাদীর দখলে থাকার সময় বেদখল হলে অথবা বাদী তার দখল ত্যাগ করলে সেই সম্পত্তির দখল লাভের জন্য মোকদ্দমা কত দিনের মধ্যে করতে হয়?
উত্তরঃ ১২ বছরের মধ্যে (অনুচ্ছেদ-১৪২)।
প্রশ্নঃ স্বত্ব সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা কত দিনের মধ্যে করতে হয় এবং এ সম্পর্কে তামাদি আইনের কোথায় বলা হয়েছে?
উত্তরঃ তমাদি আইনের ১৪২ অনুচ্ছেদ মোতাবেক বেদখলের তারিখ হতে ১২ বছরের মধ্যে।
প্রশ্নঃ কোন আপিল, রিভিউ, আপিলের অনুমতি বা লিভ টু আপিল ইত্যাদির ক্ষেত্রে তামাদি গণনা শুরু হবে কখন থেকে?
উত্তরঃ যে তারিখে রায় দেয়া হয়েছিল তার পরের দিন হতে।

প্রশ্নঃ আদালতর রায়ের বিরুদ্ধে আপিল, রিভিউ, আপিলের অনুমতি হয়েছিল, তামাদি গণনার ক্ষেত্রে উক্ত দিনটি কি হবে?
উত্তরঃ বাদ যাবে।
প্রশ্নঃ কোন আদালত হতে কোন মাসের ৫ তারিখ একটি মোকদ্দমার রায় প্রদান করল, সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে চাইলে তামাদি গণনা শুরু হবে কখন থেকে?
উত্তরঃ ৬ তারিখ থেকে ইহা তামাদি আইনের ১২ ধারার বিধান।
প্রশ্নঃ নকল সংগ্রহের জন্য আবশ্যকীয় সময় কি হবে?
উত্তরঃ তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে।

প্রশ্নঃ ফৌজদারী কার্যবিধি অনুসারে হাইকোর্ট ভিন্ন যে কোন আদালতে আপিল কত দিনের মধ্যে করতে হয়?
উত্তরঃ ৩০ দিন (অনুচ্ছেদ-১৫৪)।
প্রশ্নঃ “প্রতারণার মাধ্যমে যাতে কেউ মোকদ্দমা বা দরখাস্ত দায়েরের অধিকারের বিষয়টি থেকে বঞ্চিত না হয়” উক্ত বিষয়টি আছে কত ধারায়?
উত্তরঃ তামাদি আইনের ১৮ ধারায়।
প্রশ্নঃ মোকদ্দমা দায়েরের অধিকারী ব্যক্তির বিরুদ্ধে কখন তামাদি গণনা বন্ধ থাকে?
উত্তরঃ প্রতারণার মাধ্যম যদি মোকদ্দমা দায়েরের বিষয়টি গোপন রাখা হয়।

প্রশ্নঃ একতরফা ডিক্রী রদের আদেশ লাভের জন্য বিবাদীর দরখাস্ত কত দিনের মধ্যে করতে হয়?
উত্তরঃ ৩০ দিন (অনুচ্ছেদ-১৬৪)।
প্রশ্নঃ বেদখল হওয়া সম্পত্তি থেকে দখলে প্রতিষ্টিত হওয়ার জন্য দরখাস্ত কত দিনের মধ্যে করতে হয়?
উত্তরঃ ৩০ দিন (অনুচ্ছেদ-১৬৫)।
প্রশ্নঃ ‘ক’ নাবালক অবস্থায় একটি সম্পত্তির স্বত্বের মোকদ্দমা দায়েরের অধিকারী হয়। ‘ক’ সাবালক হওয়ার পর কত দিনের মোকদ্দমা দায়ের করতে হবে?
উত্তরঃ ৩ বছরের মধ্যে।

প্রশ্নঃ ‘ক’ এর একটি মোকদ্দমার আপিলের মেয়াদ যে দিন শেষ হল সে দিনটি ছিল শুক্রবার। ‘ক’ কবে আপিল দায়ের করতে পারবে—।
উত্তরঃ আদালত খোলার দিন। অর্থাৎ রবিবার বা আদালত যে দিন খোলে সেই দিন।
প্রশ্নঃ কোন মোকদ্দমা দায়েরের সময়সীমার বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদির মেয়াদ হবে কত দিন?
উত্তরঃ ৬ বছর।
প্রশ্নঃ তামাদির মেয়াদ বৃদ্ধির কথা বলা আছে তামাদি আইনের কত ধারায়?
উত্তরঃ ৫ ধারায়।

প্রশ্নঃ ‘ক’ এর একটি স্থাবর সম্পত্তির স্বত্ব নিয়ে দীর্ঘদিন যাবৎ ‘খ’ এর সাথে বিরোধ চলে আসছিল। মোকদ্দমা দায়েরের কারণ উদ্ভব হওয়ার ২০ বছর পরে ‘ক’ মোকদ্দমা দায়ের করতে চাইল এবং তামাদির আইনের ৫ ধারা প্রয়োগ করে তামাদির মেয়াদ বৃদ্ধি করতে চাইল ‘ক’ এক্ষেত্রে কোন প্রতিকার পাবে কি?
উত্তরঃ পাবে না।
প্রশ্নঃ বিলম্ব মওকুফ বা তামাদি মার্জনার বিষয়টি যথেষ্ট কারণ কিনা তা নির্ধারিত হয় কিভাবে?
উত্তরঃ আদালতের বিবেচনা বা ইচ্ছার উপর।

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button