ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৪৯ ভাইভার জন্য করণীয়

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হচ্ছে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা ভাইভার জন্য করণীয় বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৪৯তম পর্বে।

১) আগে থে‌কেই প্র‌য়োজনীয় প্রস্তু‌তি নেওয়া৷
২) পরীক্ষা ম‌নে না ক‌রে প্রথম প‌রিচ‌য়ের ক‌থোপকথন ম‌নে করা৷
৩) আত্নগ‌র্বে না ভুগা, হীনষ্মন্য না হওয়া৷
৪) আত্ব‌বিশ্বাসী থাকা,হতাশ না হওয়া৷
৫) হা‌সি খু‌শি ও বিনয়ী থাকা৷
৬) ম‌নো‌যোগ দি‌য়ে প্রশ্ন শোনার পর প্রাসঙ্গিক উত্তর সংক্ষে‌পে ‌দেওয়া।
৭) স্পষ্টভা‌বে শুদ্ধভাষায় প‌রি‌মিত স্ব‌রে কথা বলা।
৮) ক‌য়েকটা প্রশ্ন এক‌ত্রে কর‌লে যে উত্তরটা সব‌চে‌য়ে ভাল জানা থাক‌বে সেটার উত্তর দেওয়া৷
৯) নি‌জের Desk Related কাজগু‌লি সম্প‌র্কে Clear ধারণা রাখা৷
১০) বো‌র্ডের প্রশ্ন কর্তার সা‌থে বিতর্কে না জড়া‌নো৷
১১) প‌রিস্কার-প‌রিচ্ছন্ন এবং মা‌র্জিত দেখায় এমন পোষাক প‌রিধান করা৷
১২) অন্য দি‌কে না তা‌কি‌য়ে প্রশ্ন কর্তার দি‌কে চো‌খে চোখ রে‌খে কথা বলা৷
১৩) বস‌তে না বল‌া পর্যন্ত অপেক্ষা করা৷
১৪) পূর্বের চাকরীর অথবা পূ‌র্বের ব‌সের বদনাম না করা৷
১৫) নি‌জে‌কে প‌ন্ডিত হি‌সে‌বে জা‌হির করার চেষ্টা না করা৷

বাস্তবতা হ‌লো ভাই‌ভার জন্য কোন নি‌র্দিষ্ট সি‌লেবাস না থাকায় সবাই খুব টেনশ‌নে প‌ড়ে যায় যে, কোনটা পড়‌বে, আস‌লে এগু‌লি নি‌য়ে অহেতুক চিন্তা না ক‌রে নি‌জের কা‌ছে যা গুরুত্বপূর্ণ ম‌নে হয়‌ সে ‌বিষয়গু‌লি‌ সম্প‌র্কে সুষ্পষ্ট ধারণা রাখা এবং যে কোন প্রশ্নের উত্তর দি‌তে পার‌বে ব‌লে আত্ন‌বিশ্বাসী থাকা৷ অন‌্য‌দেরকে করা কোন ক‌ঠিন প্রশ্ন শু‌নে অহেতুক টেনশন না করা কারণ ঐ প্রশ্নটা শুধু মাত্র তার জন্যই প্রযোজ্য৷

কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button