ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৪৫ ফরেন এক্সচেঞ্জ ৪

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হবে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা Foreign Exchange সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৪৫৩ম পর্বে।

প্রশ্ন: মি: শাখায় কি কাজ ক‌রেন?
উ: স্যার, Foreign Exchange এ কাজ ক‌রি।
প্রশ্ন: আচ্ছা ব‌লেন‌তো Exchange Rate কি?
উ: যে হা‌রে এক‌দে‌শের ম‌ুদ্রার সা‌থে অন্য‌দে‌শের মুদ্রার প‌রিবর্তন করা হয় তা‌কে ব‌লে Exchange Rate.
প্রশ্ন: Foreign Exchange এ কি কি Rate প্রচ‌লিত আছে?
উ: স্যার, এ ক্ষে‌ত্রে ৫ ধর‌নের rate র‌য়ে‌ছে:
১. Fixed Rate
২. Flexible Rate
৩. Floating Rate
4. Managed Floating Rate
৫. Multiple Rate.

প্রশ্ন: Multiple Rate আবার কেমন?
উ: স্যার, এ ক্ষে‌ত্রে বি‌ভিন্ন দে‌শের জন্য বি‌ভিন্ন Rate অথবা Export এবং Import জন্য আলাদা রেট হ‌য়ে থা‌কে।
প্রশ্ন: Floating Exchange Rate টা কেমন?
উ: এ ক্ষে‌ত্রে Rate নির্ধার‌নের ক্ষে‌ত্রে কোন ধর‌নের নিয়ন্ত্রন করা হয় না বরং চা‌হিদা এবং সরবরাহ এর উপর ভি‌ত্তি ক‌রে Rate নির্ধা‌রিত হয়।
প্রশ্ন: আমরা শু‌নে থা‌কি Pence Rate এবং Currency Rate এগু‌লি আস‌লে কি?
উ:স্যার Pence Rate কে Direct Quotation ও ব‌লে অর্থাৎ যে Quotation এর ক্ষে‌ত্রে Foreign Currency Fixed থা‌কে কিন্তু Local Currency Variable হয়।

প্রশ্ন: একটা উদাহরণ দি‌তে পার‌বেন?
উ: জি স্যার পারব যেমন: ঢাকা Quotes করল
$1= Tk 80.25- 80.30.
প্রশ্ন: বুঝলাম, ত‌বে এখা‌নেতো টাকার Rate দুইটা দেখা যা‌চ্ছে কোনটা দি‌য়ে কি ব‌ুঝা যায়?
উ: স্যার এ ক্ষে‌ত্রে Buying Rate কে ব‌লে Bid Rate এবং Selling Rate কে বলা হ‌য় Offer Rate.
প্রশ্ন: কোনটা Buying Rate আর কোনটা Selling Rate কিভা‌বে বুঝব?
উ: স্যার Direct Quotation এর ক্ষে‌ত্রে Low Rate এ Buy এবং High Rate এ Sell হ‌য়ে থা‌কে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্ন: তাহ‌লে Currency Rate টা কেমন?
উ: Currency Rate কে Indirect Quotation ও ব‌লে অর্থাৎ যে Quotation এর ক্ষে‌ত্রে বে‌দেশী মুদ্রার Rate Variable হয় কিন্তু দেশীয় মুদ্রা Fixed থা‌কে।
প্রশ্ন: আচ্ছা আপ‌নি কি বল‌তে পার‌বেন SWIFT কি?
উ: SWIFT হ‌লো Society for Word Wide Interbank Financial Telecommunication.
প্রশ্ন: SWIFT কিভা‌বে কাজ ক‌রে?
উ: প্রথ‌মে Bank কে Member হ‌তে হয় এবং প্র‌ত্যেক Member তার Telephone Line দি‌য়ে Computer এ Massage receive বা send করার জন্য ব্যবস্থা রা‌খে, ত‌বে Massage send করার জন্য নি‌জের কোড ব্যবহার ক‌র‌তে হয় ত‌বে প্র‌ত্যেকটা Massage এর জন্য আলাদা Formats নি‌র্দিষ্ট র‌য়ে‌ছে যা ব্যবহার ক‌রে Massage পাঠা‌তে হয়।

প্রশ্ন: আপ‌নি বল‌লেন প্র‌ত্যেক Member Bank এর নি‌জের Code আছে তা‌কে কি ব‌লে?
উ: একে ব‌লে BIC বা Bank Identifier Code.
প্রশ্ন: বি‌ভিন্ন Type এর Massage কে সং‌ক্ষে‌পে কি ব‌লে?
উ: MT বা Massage Type.
প্রশ্ন: MT গু‌লি কি কি বল‌তে পার‌বেন?
উ: জি স্যার পারব, MT গু‌লি হ‌লে‌া যথা:
1: MT 700 2: MT 701 3: MT 705
4: MT 707 5: MT 734 6: MT 740
7: MT 742 8: MT 752 9: MT 754
10: MT 104 11: MT 202.

প্রশ্ন: MT 700 কি জন্য ব্যবহার হয়?
উ: MT 700 ব্যবহৃত হয় L/C open কর‌তে।
প্রশ্ন: L/C amending এর জন্য কোন Massage Type বা MT ব্যবহার করা হয়?
উ: এক্ষে‌ত্রে MT 707 ব্যবহার করা হয়।
প্রশ্ন: মি: বল‌তে পার‌বেন GSP কি?
উ: Generalized System of Preference.

প্রশ্ন: GSP সম্প‌র্কে একটু বু‌ঝি‌য়ে বল‌বেন?
উ: জি স্যার, GSP এর মাধ্য‌মে উন্নত দেশগু‌লি স্বল্পোন্নত দেশ গু‌লি‌ থে‌কে বিনা শুল্কে পন্য আমদানীর সু‌যোগ দেয় ব‌লে সে‌দে‌শের আমদানী কারকরা আমদানী কর‌তে আগ্রহী হয়।
এ সু‌যোগ দেওয়ার উদ্দেশ্য হ‌লো স্বল্পোন্নত দেশ‌গ‌ু‌লি যা‌তে রপ্তা‌নি করার মাধ্য‌মে বেশী প‌রিমান বি‌দেশী মুদ্রা অর্জন ক‌রে উন্ন‌তি লাভ কর‌তে পা‌রে।

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button