ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৪৩ ক্যাশ রিজার্ভ রেশিও

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Cash Reserve Requirement সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৪৩তম পর্বে।

১: প্রশ্ন: মি. বলেন‌তো CRR কি?
উ: CRR হ‌লো Cash Reserve Requirement
২: প্রশ্ন: বর্তমা‌নে CRR কত রাখ‌তে হ‌বে?
উ: CRR বর্তমা‌নে 5.50% রাখ‌তে হ‌বে।
৩: প্রশ্ন: ত‌বে SLR দ্বারা কি বুঝা‌বে?
উ: SLR হ‌লো Statutory Liquidity Reserve.

৪: প্রশ্ন: SLR বর্তমা‌নে কত রাখ‌তে হ‌বে?
উ: বর্তমা‌নে SLR রাখ‌তে হ‌বে ১৮.৫০%।
৫: প্রশ্ন: বুঝলাম কিন্তু ইসলামী ব্যাংকগু‌লির জন্য SLR কত হ‌বে?
উ: স্যার, ইসলামী ব্যাংকগু‌লির জন্য SLR হ‌লো ১১.৫০%.
৬: প্রশ্ন:বর্তম‌া‌নে বাংলা‌দে‌শের Per capita Income কত?
উ: বাংলা‌দে‌শের Per Capita Income হ‌চ্ছে ১৪৬৬ ডলার।

৭: প্রশ্ন: বাংলা‌দেশ এখন কি ধর‌নের Country?
উ: স্যার, বাংলা‌দেশ এখন একটা Lower Middle Income Country.
৮: প্রশ্ন: কিভা‌বে বুঝব বাংলা‌দেশ Lower Middle Income Country?
উ: স্যার, য‌দি কোন দে‌শের মাথাপিছু আয় ১০৩৬ ডলার ‌থে‌কে ৪০৮৫ ডলার হয় তবে সে দেশ‌কে Lower Middle Income Country ধরা হয়। যে‌হেতু বাংলা‌দে‌শের মাথা পিছ‌ু আয় ১৪৬৬ ডলার তাই বাংলা‌দেশ বর্তমা‌নে Lower Middle Income Country.
৯: প্রশ্ন: বুঝলাম তবে Per Capita Income কত হ‌লে বাংলা‌দেশ Higher Middle Income Country হ‌বে?
উ: স্যার, যখন কোন দে‌শের Per Capita Income ৪০৮৬ ডলার থে‌কে ১২৬১৫ ডলার এর ম‌ধ্যে হ‌বে তখন সে দেশকে Higher Middle Income Country ধরা হয়।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

১০: প্রশ্ন: আপ‌নি ব‌লেন‌তো CAR কি?
উ: স্যার, CAR হ‌লো Capital Adequacy Ratio.
১১: প্রশ্ন: বুঝলাম ত‌বে CAR কত রাখ‌তে হ‌বে?
উ: স্যার, CAR বর্তমা‌নে ১০.০০% তবে ২০১৯ সালে ১২.৫০% রাখতে হবে।
১২: প্রশ্ন: ১২.৫০% CAR কিভা‌বে হিসাব কর‌তে হয়?
উ: (Capital Tier-1+Tier-2 )÷ Total Risk Weighted Asset.

১৩: প্রশ্ন: বুঝলাম ত‌বে Risk Weighted Asset কি?
উ: স্যার, যে Asset এর উপর ভি‌ত্তি ক‌রে Risk প‌রিমাপ করা হয়।
১৪: প্রশ্ন: Risk Weighted Asset এর ম‌ধ্যে কোন কোন Risk বি‌বেচনায় নেওয়া হয়?
উ: স্যার, Market Risk, Operational Risk, Credit Risk কে বি‌বেচনায় নেওয়া হয়।

১৫: প্রশ্ন: ‌মি. আপ‌নি বল‌তে পার‌বেন Core Risk গু‌লি কি কি?
উ: জি স্যার, Core Risk গু‌লি হ‌লো:
1. Credit Risk
2. Foreign Exchange Risk
3. Asset Liability Risk
4. Information Communication & Technology Risk
5. Internal Controlled & Compliance Risk
6. Anti Money Laundering Risk.

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

২ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button