ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৩৫ এডিআর ও আইডিআর

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Advance Deposit Ratio (ADR) ও Investment Deposit Ratio (IDR) সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৩৫তম পর্বে।

প্রশ্ন: মি: ব‌লেন‌ তো ADR কি?
উ: স্যার, ADR হ‌লো Advance Deposit Ratio.
প্রশ্ন: আচ্ছা, ত‌বে IDR কি?
উ: স্যার, IDR হ‌লো Investment Deposit Ratio.
প্রশ্ন: IDR ও ADR এর ম‌ধ্যে পার্থক্য কি?
উ: স্যার, IDR টা শ‌রিয়া ভি‌ত্তিক ব্যাংক এর জন্য, আর ADR টা Conventional Bank এর জন্য ব্যবহার।

প্রশ্ন: ব‌লেন‌ তো স‌র্বোচ্চ IDR কত নির্ধারণ করা হ‌য়ে‌ছে?
উ: স্যার, স‌র্বোচ্চ IDR হ‌লো ৮৯%.
প্রশ্ন: বুঝলাম, ত‌বে স‌র্বোচ্চ ADR কত?
উ: স‌র্বোচ্চ ADR হ‌লো ৮৩.৫০%.
প্রশ্ন: বুঝলাম ত‌বে বল‌তে পার‌বেন, Ideal IDR কত?
উ: স্যার, Ideal IDR হ‌লো ৮০% থে‌কে ৯০% এর ম‌ধ্যে হওয়া।

প্রশ্ন: মি: IDR Calcution টা কিভা‌বে হ‌বে?
উ: Total Investment÷Total Deposit×100
প্রশ্ন: একটা উদাহরণ দি‌তে পার‌বেন?
উ: জি স্যার পারব, যেমন: একটা ব্যাং‌কের Deposit আছে ১০০০ টাকা, ব্যাংক‌টি Investment কর‌তে পার‌বে ৮৯০ টাকা।
প্রশ্ন: বল‌তে পার‌বেন IDR কমা‌লে সমন্যা কি?
উ: সমস্যা হ‌লো: ব্যাং‌কের প্রচুর টাকা অলস থা‌কে, ফ‌লে Depositor দের Final profit rate কম হ‌য়ে যায়। এতে Depositor গন ব্যাং‌কে টাকা রাখ‌তে উৎসাহ হারা‌য়।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্ন: আচ্ছা বুঝলাম, ত‌বে IDR কমা‌নোর কার‌ণে সু‌বিধা কি?
উ: সু‌বিধা হ‌লো: ব্যাংকের নিকট Investment করার জন্য সামান্য টাকা থাকায় ব্যাংক বে‌ছে বে‌ছে ভাল গ্রাহক‌দের Investment দি‌বে, ফ‌লে Overdue ও Classified ক‌মে যা‌বে। এতে ব্যাং‌কের Asset Quality উন্নত হ‌বে।
প্রশ্ন: মি IDR সংক্রান্ত সর্ব‌শেষ Circular টা আপ‌নি জা‌নেন?
উ: জি স্যার জা‌নি, Circular টি হ‌লো: DOS Circular No-1, Dated: 30.01.2018.

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button