ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-২০ শেয়ার এবং ক্যাপিটাল মার্কেট

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Share & Capital Market সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ২০তম পর্বে।

প্রশ্ন: মি: আপ‌নিতো Share Department এ কাজ করেন, বলুন তো Share কি?
উ: স্যার, Company এর মা‌লিকানার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ‌কে Share ব‌লে।
প্রশ্ন: Share স্বাধারনত কয় প্রকার?
উ: স্যার, Share সাধারণত ২ প্রকার।
1. Ordinary Share ও
2. Preference Share.

প্রশ্ন: আচ্ছা বুঝলাম ত‌বে Preference Share আবার কি?
উ: Preference মা‌নে অগ্রা‌ধিকার, যে Share এর বিপ‌রিতে Dividend প্রদান‌কে এবং কোম্পা‌নি বিল‌ুপ্ত হ‌লে মুলধন ফেরত দেওয়ার ব্যাপা‌রে অগ্রা‌ধিকার দেওয়া হয় তা‌কে Preference Share বলে।
প্রশ্ন: Dividend কি?
উ: স্যার, Dividend হ‌লো Company এর লাভের যে অংশ শেয়ার হোল্ডার‌দের ম‌া‌ঝে বন্টন করা হয়।
প্রশ্ন: Dividend কয় প্রকা‌র?
উ: স্যার, দুই প্রকার, Stock Dividend ও Cash Dividend.

প্রশ্ন: Company এর জন্য Stock Dividend দেওয়া ভাল না‌ Cash Dividend?
উ: স্যার, কোম্পা‌নির নিজস্ব প্র‌য়োজন না হ‌লে Cash Dividend দেওয়া ভা‌লো।
প্রশ্ন: কোম্পা‌নির প্র‌য়োজন বল‌তে কি বুঝা‌তে চান?
উ: স্যার, Basel-II অনুসা‌রে ব্যাংকগু‌লি‌কে RWA এর বিপ‌রিতে 10% Capital এর ম‌ধ্যে 5% Core Capital থাক‌তে হ‌বে তাই Paid up Capital বাড়া‌নোর প্র‌য়োজন হ‌লে তখন Stock Dividend দেওয়া হয়।
প্রশ্ন: Cash Dividend দেওয়া ভাল কেন?
উ: Cash Dividend দি‌লে Share সংখ্যা বা‌ড়ে না তাই পরবর্তীতে কোম্পা‌নির EPS এবং NAV ভাল হয়, যার কার‌ণে Market এ কোম্পা‌নির Share Price বে‌ড়ে যায়।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্ন: EPS ও NAV দ্বারা কি ব‌ুঝায়?
উ: EPS হ‌লো Earning Per Share, NAV হ‌লো Net Asset Value against per Share.
প্রশ্ন: আচ্ছা বুঝলাম, আপ‌নি ‌কি বল‌তে পার‌বেন? Money Market এবং Capital Market কি?
উ: যে Market স্বল্প মেয়াদী বা ১ বৎস‌রের কম সম‌য়ের Security বা Assets নিয়ে কারবার ক‌রে ত‌া‌কে ব‌লে Money Market, আর যেখা‌নে দীর্ঘ মেয়াদী Security বা Assets নি‌য়ে কারবার হয় তা‌কে ব‌লে Capital Market.
প্রশ্ন: Capital Market এর Regulator কে?
উ: স্যার, Bangladesh Security & Exchange Commission.

প্রশ্ন: Capital Market এর Instruments গু‌লি কি কি?
উ: Share, Bond, Debenture ইত্যা‌দি।
প্রশ্ন: Money Market এর Instrument কি কি?
উ: Commercial Paper, Treasury Bill, Bankers Acceptance ইত্যা‌দি।
প্রশ্ন: HPSM কোন Market এর Instrument.
উ: স্যার, HPSM Capital Market এর Instrument, কারণ HPSM দীর্ঘ‌মেয়াদের জন্য দেওয়া হ‌য়ে থা‌কে।

প্রশ্ন: Bond ও Debenture ব‌লে কি বুঝেন?
উ: Bond হ‌লো এক ধর‌নের ঋণ যার বিপ‌রি‌তে নি‌র্দিষ্ট হা‌রে সুদ প্রদান করা হয়, ত‌বে এ ধর‌নের ঋণ এর ক্ষে‌ত্রে Asset মর্ট‌গেজ রাখ‌তে হয়।
আর Debenture এর ক্ষে‌ত্রে কোন ধর‌নের Assets মর্ট‌গেজ রাখা হয় না, কোম্পান‌ি দেউ‌লিয়া হ‌লে debenture এর অর্থ Bond এর আগে ফেরত দি‌তে হ‌বে, Debenture এর সু‌দের হার Bond এর তুলনায় বেশী হয়।
প্রশ্ন: Shukuk কি?
উ: Shukuk হ‌চ্ছে একটা Bond যা শ‌রিয়‌তের নিয়ম মে‌নে ইসু করা হয়, এ ক্ষে‌ত্রে Bond Holder দের পুর্ব নির্ধা‌রিত হা‌রে কোন সুদ দেওয়া হয়না বরং Sukuk এর মাধ্য‌মে যে Asset পাওয়া যায় তার মা‌লিক হি‌সে‌বে Sukuk Asset থে‌কে পাওয়া Profit, Sukuk Holders দের ম‌ধ্যে বন্টন করা হয়।

প্রশ্ন: Blue Chip Company কি?
উ: যে Company দীর্ঘ দিন ধ‌রে সুনা‌মের স‌হিত ব্যবসা কর‌ছে, যার Earning অনেক ভাল, শেয়ার হোল্ডারদের Dividend দেওয়া, Company এর Product এবং Service সম্প‌র্কে সক‌লের নিকট সুনাম আছে এমন Company কে Blue Chip Company ব‌লে।
প্রশ্ন: Fiscal Policy কি?
উ: Fiscal Policy হ‌চ্ছে সরকা‌রের এমন Policy যার মাধ‌্য‌মে নির্ধা‌রিত হয় যে সরকার কোন উৎস থে‌কে Income কর‌বে এবং কোন কোন খা‌তে খরচ কর‌বে।

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button