ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-১৭ অভিজ্ঞ ব্যাংকার ১

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Experienced Banker সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ১৭তম পর্বে।

প্রশ্ন: মি: অনেক দিন‌তো ব্যাংকে চাকুরি কর‌লেন এ পর্যন্ত কি কি কাজ ক‌রে‌ছেন?
উ: স্যার, GB, Investment, Foreign Exchange সব জায়গা‌তে কাজ ক‌‌রে‌ছি।
প্রশ্ন: আচ্ছা, বলুন‌তো ইসলামী ব্যাংক কোন Principal এর ভি‌ত্তি‌তে আমানত সংগ্রহ ক‌রে?
উ: স্যার, Al Wadeah এবং মুদারাবা Principal এর ভি‌ত্তি‌তে।
প্রশ্ন: আচ্ছা, তা Al Wadeah নী‌তিটা কেমন?
উ: এ নী‌তি অনুসা‌রে ব্যাংক গ্রাহ‌কের আমানত গ্রহ‌নের সময় তার নিকট থে‌কে অনুম‌তি নেয় যে, ব্যাংক টাকাটা ব্যবহার কর‌বে ত‌বে গ্রাহ‌কের প্র‌য়োজন হওয়ার সা‌থে সা‌থে তা‌কে ফেরত দি‌বে, এ নীতিতে ব্যাংক গ্রাহক‌কে কোন লাভ-লোকসান কিছুই দেয়না।

প্রশ্ন: ইসলামী ব্যাংক গ্রাহক‌কে কি‌সের ভিত্তি‌তে Profit দেয়?
উ: স্যার, Weightage এর ভি‌ত্তি‌তে।
প্রশ্ন: Weightage আবার কি?
উ: স্যার, এক Product কে অন্য Product এর তুলনায় বেশী বা কম গুরুত্ব দেওয়া।
প্রশ্ন: এ ক্ষে‌ত্রে কি কি Factor বি‌বেচনা করা হয়?
উ: 1. The more risk the more weightage
2. The longer the period More weightage.
3. More the uses the bank facility less the weightage
4. Less the uses of bank facility, more weightage.
5. More the interest of the bank or society, more the weightage.
6. Rate of the competitors.

প্রশ্ন: আপ‌নি কি বল‌তে পার‌বেন Mudaraba Depositor দের Profit Distribution এর ক্ষে‌ত্রে Mechanism টা কি?
উ: হ্যা, Mudaraba Depositors শুধু Investment Income থে‌কে ভাগ পা‌বে, তারা Ancillary Income থে‌কে কোন লাভ পা‌বেনা।
Investment Income কে মা‌লিক‌দের Equity এবং Al Wadeah Rrr এর বি‌নি‌য়োগ এবং মুদারাবা ডি‌পো‌জিটদের বি‌নি‌য়ো‌গ যোগ করে Total Investment Income কে ভাগ দি‌য়ে Equity এবং Current Deposit এর বিপরি‌তে Income সরাস‌রি মা‌লিকরা পা‌বে বাকী Income থে‌কে ২০% Management Fee এবং 15% রিজার্ভ হিসা‌বে বাদ দেওয়ার পর যা থাক‌বে তার ৬৫% মুদারাবা ডিপ‌ো‌জিটরগন পা‌বে এবং বাকী ৩৫% পা‌বে Shareholder গন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্ন: আচ্ছা, ব‌লেন‌ তো Club বা Society এর হিসাব খুল‌তে বি‌শেষ কি কি নি‌তে হয়?
উ: অফিস কর্মকর্তা গ‌নের বিবরণ, বাই লজ বা প‌রিচালন বি‌ধি, হিসাব খোলার জন্য রেজু‌লেশন নি‌তে হ‌বে।
প্রশ্ন: ব‌লেন‌ তো মা‌নি লন্ডা‌রিং আইন অন‌ুযায়ী, সন্দেহজনক লেন‌দেন হ‌লে ব্যাংক কি কর‌বে?
উ: BFIU এর নিকট রি‌পোর্ট কর‌বে।
প্রশ্ন: রি‌পোর্ট না কর‌লে কি শা‌স্তি হ‌তে পা‌রে?
উ: অনুন্য ৫০,০০০ টাকা অনূর্দ্ধ ২,৫০,০০০ টাকা জ‌রিমানা সা‌থে ব্যাংকের License স্থ‌গিত কর‌তে পা‌রে।

প্রশ্ন: আচ্ছা, বলুন‌তো Asset Liability Mismatch বল‌তে কি বু‌ঝেন?
উ: যখন Investment এর প‌রিমান ডি‌পো‌জিট এর চে‌য়ে বেশী হ‌বে, আবার যখন অতি‌রিক্ত ডি‌পো‌জিট অলস প‌ড়ে থাক‌বে তখন তা‌কে বলা হয় Asset Liability Mismatch.
প্রশ্ন: ব‌লেন‌তো Single Borrower Exposer Limit কি?
উ: একটা গ্রাহক‌কে সর্বোচ্ছ যে প‌রিমান ঋণ দেওয়া যা‌বে।
প্রশ্ন: Single Borrower Exposer Limit এর প‌রিমান কত?
উ: এটা General Case এ সর্বোচ্ছ ১৫% নগত ক্যাশ এবং Non-Funded 20% of Capital of the Company, কিন্তু Export এর ক্ষে‌ত্রে Non Cash 35% বি‌নি‌য়োগ দি‌তে পার‌বে।

প্রশ্ন: বলুন Income ব্যাং‌কের Asset না Liability?
উ: Income ব্যাং‌কের জন্য Liability কারণ Bank তো আলাদা এক‌টি সত্তা তার যা Income তা মা‌লিক‌দের পাওনা তাই Income ব্যাং‌কের Liability.
প্রশ্ন: ব‌লেন‌তো Balance of Trade এবং Balance of Payment বল‌তে কি বুঝেন?
উ: সাধারনত ১ বছ‌রে এক‌টি দে‌শের আমদানী ও রপ্তা‌নির পার্থক্য হ‌লো Balance of Trade এবং একটি দে‌শের সা‌থে অন্য দে‌শের সকল প্রকার লেন‌দেন‌কে Balance of Payment ব‌লে।
প্রশ্ন: Basel-III অনুসা‌রে Risk Weighted Asset এর বিপরী‌তে কি প‌রিমান Capital প্র‌য়োজন হ‌বে?
উ: Basel-III অনুসা‌রে 10% CAR এর সা‌থে আরও 2.50% Capital সংরক্ষন কর‌তে হ‌বে যার নাম হ‌বে Capital Conservation Buffer.

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button