ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-১৩ বাসেল ৩

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হচ্ছে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা Basel-III সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ১৩তম পর্বে।

প্রশ্ন: মি: Basel-III এটা কি?
উ: স্যার, বিশ্ব ব্যাপী Banking System কে অধিকতর নিরাপদ রাখতে Basel Committee, Basel-II কে modify করে যে নির্দেশনা প্রদান করেছে তাকে বলা হয় Basel-III.
প্রশ্ন: Basel-II আসলে কি ছিল সেটা একটু বলেন দেখি।
উ: Basel-II তে তিনটি Piller ছিল যেমন:
I. Minimum Capital Require.
II. Supervisory Revue Process.
III. Market Discipline.

প্রশ্ন: Minimum Capital Require সেটা কি?
উ: স্যার, Bank জন্য Risky এমন Asset বিবেচনা করে তার 10% minimum Capital রাখতে হবে।
প্রশ্ন: Risk এর মধ্যে কোন কোন Risk বিবেচিত হবে?
উ: স্যার, Credit Risk, Operational Risk, Marker Risk.
প্রশ্ন: Market Risk এর উপাদান গুলি কি কি?
উ: 1. Interest Risk
2. Equity Position Risk
3. Foreign Exchange Risk এবং
4. Commodity Risk.

প্রশ্ন: Operational Risk এর উপাদান কি কি?
উ: 1. Internal & External Fraud.
2. Legal Risk.
3. Losses labor, health এবং
4. Damage of physical Assets.
5. Business Interruption.
প্রশ্ন: আচ্ছা, আপনি কি জানেন going concern Capital কি?
উ: জি স্যার, Basel-III তে Tier-1 capital কে going concern capital বলে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্ন: Going concern Capital এর component কি কি?
উ: 1. Common equity Tier-1
2. Additional Tier- 1
প্রশ্ন: Common Equity Tier-1 কি কি?
উ: Basel-III অনুযায়ী CET-1 হইলো:
1. Paid up capital
2. Share Premium
3. Statutory Reserve
4. General Reserve
5. Retained Earning
6. Dividend Equalization Reserve এবং
7. Minority Interest in Subsidiary.

প্রশ্ন: আচ্ছা, তবে Gone Concern Capital কি?
উ: Basel-III তে Tier-2 Capita কে বলে Gone Concern Capital.
প্রশ্ন: Basel-III তে Tier -3 Capital কি?
উ: স্যার, Basel-III তে Tier-3 বলে কোন Capital নেই।
প্রশ্ন: Basel-III তে CRAR কি?
উ: Capital to Risk Weighted Ratio.

প্রশ্ন: CRAR, কত হবে?
উ: 2020 সালের পূর্বেই 12.50% পূর্ণ করতে হবে।
প্রশ্ন: আপনি Capital Conservation Buffer সম্পর্কে কি জানেন?
উ: এটা Basel-II এর 10% CAR এর সাথে আরও 2.50 Capital যোগ করে সংসরক্ষন করাকে বলা হয়।
প্রশ্ন: Capital Conservation Buffer কোন বছর থেকে রাখতে হবে।
উ: 2015 সাল থেকে এ capital রাখা শুরু করতে হবে. সে ক্ষেত্রে 2.5 কে 4 দিয়ে ভাগ করে প্রত্যেক বছর পর্যায়ক্রমে বাড়াতে হবে।

প্রশ্ন: এই Capital না রাখলে কি হবে?
উ: যদি ব্যাংকের Capital এর নিচে নেমে যায় তবে কম্পানী সে বছর Dividend Distribution করতে পারবে না।
প্রশ্ন: Basel-III কবে শুরু হয়?
উ: 2015 সাল এর 1st January থেকে শুরু হয়।
প্রশ্ন: আপনি কি বলতে পারবেন Basel-II এর কোন Capital, Basel-III তে নাই?
উ: Non cumulative irredeemable preference Share.
প্রশ্ন; ICAAP কি?
উ: Internal Capital Adequacy Assessment Process.

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

৩ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button