ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-১ ম্যানেজার ও বিনিয়োগ অফিসারের কথোপকথন ১

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ আমরা জানব Investment/ Loan সংক্রান্ত বিষয়ে। কারন Investment/ Loan ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। এটি তিন পর্বে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। আশা করছি সবার কাজে লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন ১ম পর্বে।

একজন Investment/ Loan অফিসার এক শাখা হতে নতুন একটি শাখায় যোগদান করার সময় উক্ত শাখার ব্যবস্থাপক ভাবলেন এই অফিসারকে একটু ভালভাবে যাচাই করে নেই। কারন তার হাতে থাকবে পুরো ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট। তাই তিনি নতুন অফিসারকে কিছু প্রশ্ন করলেন…..
ব্যবস্থাপকঃ মিঃ পূর্বের শাখায় আপনি কোন সেকশনে কি কাজ ক‌রতেন?
অফিসারঃ স্যার, Investment/ Loan এ কাজ করতাম।

ব্যবস্থাপকঃ Good. আচ্ছা ব‌লুন তো কোন গ্রাহককে বিনিয়োগ দি‌তে গেলে কি Process Follow করতে হ‌বে?
অফিসারঃ স্যার, সাধারনত ৫টি ধাপে Processing করা হয়। ধাপ গুলো হলো:
1. Induction of the Client. (KYC, Belief, Values, Attitude, Life Style)
2. Application Process
3. Approval & Sanction
4. Documentation এবং
5. Disbursement.

ব্যবস্থাপকঃ Disbursement এর পর আর কোন কাজ থা‌কে কি?
অফিসারঃ Sorry Sir, আরও দু‌টি কাজ থা‌কে। সেই কাজ গু‌লি হলোঃ
1. Monitoring, Supervision & Follow up ও
2. Recovery & Settlement.
ব্যবস্থাপকঃ আচ্ছা, Induction of the Client আবার কি?
অফিসারঃ স্যার, Client প‌রি‌চি‌তি বা Client সম্প‌র্কে জানা।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ব্যবস্থাপকঃ Client Selection এর ক্ষে‌ত্রে 5C সম্পর্কে কি জা‌নেন?
অফিসারঃ জ্বি স্যার, 5C হ‌লোঃ
1. Character
2. Capacity
3. Capital
4. Condition এবং
5. Collateral.

আবার প্রজেক্ট ফিন্যান্স এর ক্ষেত্রে 7-M Follow করতে হয়। সেগুলো হচ্ছে –
1. Man
2. Money
3. Management
4. Machine
5. Marketing
6. Mortgage এবং
7. Man Power

ব্যবস্থাপকঃ আচ্ছা Collateral Security কি?
অফিসারঃ Collateral Security হলো সহ‌যোগী জামানত।
ব্যবস্থাপকঃ Client এর Personal Security কোন ধর‌নের জামানত?
অফিসারঃ স্যার, এটা Primary Security.
ব্যবস্থাপকঃ Documentation বল‌তে আপনি কি ব‌ু‌ঝেন?
অফিসারঃ স্যার, Documentation হ‌লো বি‌নি‌য়োগ গ্র‌হিতার নিকট থে‌কে আইন সম্মতভা‌বে Document বা দ‌লিল গ্রহন করা।

ব্যবস্থাপকঃ Documents কয় ধর‌নের হয়?
অফিসারঃ দুই ধর‌নের হয়। তা হলোঃ
1. Charge Document এবং
2. Mortgage Documents.
ব্যবস্থাপকঃ আচ্ছা, Charge Documents কি?
অফিসারঃ এই Documents এর মাধ্য‌মে Investment এর উপ‌রে আইনগত অধিকার প্র‌তি‌ষ্ঠিত হয়, যেমনঃ DP Note, Acceptance of Sanction Advice, Agreement ইত্যা‌দি।

ব্যবস্থাপকঃ আপ‌নি কি Pari Passu Charge সম্প‌র্কে জা‌নেন?
অফিসারঃ জি স্যার জা‌নি, যখন একা‌ধিক ব্যাংক বা আর্থিক প্র‌তিষ্ঠান যৌথভা‌বে একজন গ্রাহক‌কে এক‌টি Security এর বিপ‌রীতে Investment দি‌বে তখন উক্ত জামান‌তের উপর ব্যাংকগু‌লির সেই প‌রিমান অধিকার প্র‌তি‌ষ্ঠিত হ‌বে যা চু‌ক্তি‌তে থাক‌বে।
ব্যবস্থাপকঃ আপ‌নি কি জা‌নেন Provision কি?
অফিসারঃ অনাদায়ী বা Classified লোনের বিপরী‌তে যে অর্থ সংরক্ষণ করা হয় তা‌কে ব‌লে Provision.
ব্যবস্থাপকঃ Unclassified Investment এর জন্য কোন Provision রাখ‌তে হয় কিনা?
অফিসারঃ জি স্যার, রাখ‌তে হয়।

ব্যবস্থাপকঃ Off Balance Sheet Exposure এর বিপরীত কত Provision রাখ‌তে হয়?
অফিসারঃ স্যার, 1% Provision রাখ‌তে হয়।
ব্যবস্থাপকঃ আচ্ছা Off Balance Sheet Items কি?
অফিসারঃ স্যার যে সকল Item Balance Sheet এ উল্লেখ থা‌কে না, যেমনঃ Bills for Collection, Irrevocable Letter of Credit, Acceptance & Endorsement.

ব্যবস্থাপকঃ ঝু‌কির ভি‌ত্তি‌তে বি‌নি‌য়োগ গ্রাহক‌দের কয় ভা‌গে ভাগ করা হয়?
অফিসারঃ স্যার, সাধারণত ৮ ভা‌গে ভাগ করা হয়ঃ
1. Superior
2. Good
3. Acceptable
4. Marginal
5. Special Mention
6. Sub Standard
7. Doubtful এবং
8. Bad & Loss.

(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
চলবে……………….।
ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
Source: Collected & Edited

৪ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button