ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৩ ম্যানেজার ও বিনিয়োগ অফিসারের কথোপকথন ৩

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আশা করছি ব্যাংক ম্যানেজার ও বিনিয়োগ/ লোন অফিসার এর কথোপকথনঃ ১ম ও ২য় পর্ব আপনাদের ভাল লেগেছে। আজ আমরা জানব Investment/ Loan সংক্রান্ত বিষয়ের ৩য় পর্ব তথা শেষ পর্ব সম্পর্কে। আশা করছি সবার কাজে লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন ৩য় পর্বে।

ম্যানেজারঃ Classification of Investment কি?
অফিসারঃ Overdue Investment কে সময় অনুযায়ী বিভিন্ন শ্রেনীতে ভাগ করাকে Classification Investment বলে।
ম্যানেজারঃ Overdue Investment আবার কি?
অফিসারঃ Investment পরিশোধের জন্য নির্ধারিত তারিখ যখন অতিক্রম করে তখন তাকে Overdue Investment বলে।

ম্যানেজারঃ Investment কত প্রকার?
অফিসারঃ BRPD Circular অনুযায়ী Investment ৪ প্রকার। তা হলোঃ
1. Continuous
2. Demand
3. Fixed Term ও
4. Short Term Investment.

ম্যানেজারঃ Continuous Investment কি?
অফিসারঃ যে Investment এর পরিমান ও সময় নির্দিষ্ট থাকে এবং সম্পুর্ণ পরিশোধের জন্য Expire Date থাকে। যেমন: CC, OD, MPI, MIB, Murabaha, Muazzal ইত্যাদি।
ম্যানেজারঃ Demand Investment কি?
অফিসারঃ যে Investment ব্যাংক কর্তৃক চাওয়ার পর পরিশোধযোগ্য বলে বিবেচিত হয়। যেমন: FBP, IBP, LIM, PAD ইত্যাদি।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ম্যানেজারঃ Fixed Term Investment কি?
অফিসারঃ যে Investment মেয়াদ ১ বৎসরের বেশী এবং Installment ভিত্তিতে পরিশোধ করা হয় তাকে Fixed Term Investment বলে। যেমনঃ HPSM.
ম্যানেজারঃ Short Term Investment কি?
অফিসারঃ Agriculture Sector এর Investment যা ১ বৎসরের মধ্যে পরিশোধ করতে হয় তাকে Short Term Investment বলে।

ম্যানেজারঃ Classified Investment গুলি কি কি?
অফিসারঃ SMA, Sub Standard, Doubtful, এবং Bad/ Loss.
ম্যানেজারঃ SMA কখন হয়?
অফিসারঃ Continuous, Demand Investment এর ক্ষেত্রে ২ মাস থেকে ৩ মাস Over Due হলে এবং Fixed Term Investment এর ক্ষেত্রে ১০ লক্ষ টাকার বেশী Investment হলে Monthly Installment ২ থেকে ৩টি Over Due হলে SMA বলে গন্য করা হবে।

ম্যানেজারঃ Fixed Term Investment এর ক্ষেত্রে ১০ লাখের কম Investment এর ক্ষেত্রে SMA কখন হবে?
অফিসারঃ এ ক্ষেত্রে ২ থেকে ৬ মাস Installment, Overdue থাকলে SMA বলে গন্য হবে।
ম্যানেজারঃ Short Term Agricultural Investment SMA কখন হবে?
অফিসারঃ এ ক্ষেত্রে SMA প্রযোজ্য নয়।

ম্যানেজারঃ Substandard, Doubtful, Bad/ Loss কখন হয়?
অফিসারঃ Continuous, Demand & Fixed Term Investment এর ক্ষেত্রে SMA হওয়ার পর ৩ মাস পর পর পর্যায়ক্রমে Sub Standard, Doubtful এবং Bad/ Loss হিসাবে গন্য হবে।
তবে Agricultural Investment এর ক্ষেত্রে ১২ মাস পর থেকে ৩৬ মাস পর্যন্ত Sub Standard হবে এবং পরবর্তী ২৪ মাস পরপর পর্যায়ক্রমে Doubtful এবং Bad/ Loss হিসাবে গন্য হবে।

ম্যানেজারঃ Substandard, Doubtful এবং Bad/ Loss এর বিপরিতে কি পরিমান Provision রাখতে হবে?
অফিসারঃ Sub Standard =20%
Doubtful=50%
এবং Bad/Loss= 100% Provision রাখতে হবে।
Agricultural Investment এর সকল ক্ষেত্রে 5% এবং Bad/ Loss এর ক্ষেত্রে 100% Provision রাখতে হবে।

ম্যানেজারঃ Unclassified Investment এর ক্ষেত্রে কি কোন Provision রাখতে হবে?
অফিসারঃ রাখতে হবে, যেমন:
SME Finance=0.25% , তবে House Finance, Loans for Professional এবং Loan for Brokerage House = 2%

ম্যানেজারঃ Off Balance Sheet Exposer এর ক্ষেত্রে Provision কত?
অফিসারঃ এ ক্ষেত্রে 1% Provision রাখতে হবে।
ম্যানেজারঃ Consumer Loan এর ক্ষেত্রে House Finance না হলে Unclassified এর বিপরীতে কত Provision রাখতে হবে?
অফিসারঃ এ ক্ষেত্রে 5% Provision রাখতে হবে।

ম্যানেজারঃ তবে SMA হলে কি পরিমান Provision রাখতে হবে?
অফিসারঃ Unclassified এবং SMA এর Provision হার একই রকম হবে।
ম্যানেজারঃ Provision কোন Circular বলে রাখা হয়?
অফিসারঃ BRPD Circular No-5 Dated 29 May, 2013 এর বলে রাখা হয়।

আবার অন্য বিষয় নিয়ে আসব আপনাদের মাঝে ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না)
Source: Collected & Edited

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button