ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৫৫ Large Loan সংক্রান্ত

ব্যাংকারদের প্রমোশন VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হচ্ছে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা Large Loan সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৫৫তম পর্বে।

১৷ প্রশ্ন: মি: কোথায় কাজ ক‌রেন?
উ: স্যার, Investment এ কাজ করি৷
২৷ প্রশ্ন: ব‌লেন‌তো Large Loan কি?
উ: য‌দি কোন ব্যাংক তার Total Capital এর ১০% কোন একটা পা‌র্টি‌কে Loan দেয় ত‌বে তাকে Large Loan বলা হয়৷
৩৷ প্রশ্ন: একটা ব্যাংক কি তার বিনি‌য়ো‌গের সবটুকু Large Loan হিসা‌বে বি‌নি‌য়োগ কর‌তে পার‌বে?
উ: না স্যার, এ ক্ষে‌ত্রে ব্যাংকের Classified Loan এর পরিমা‌নের উপর ভি‌ত্তি ক‌রে নির্ধারিত হ‌বে৷

৪৷ প্রশ্ন: আচ্ছা, ত‌বে সর্বোচ্চ কত শতাংশ Large Loan হিসাবে বি‌নি‌য়োগ দি‌তে পার‌বে?
উ: য‌দি ব্যাং‌কের Classified Loan, Total Loan এর ৫% হয় ত‌বে সে ব্যাংক স‌র্বোচ্চ ৫৬% Large Loan ‌হিসা‌বে বি‌নি‌য়ো‌গের সু‌যোগ পা‌বে৷
৫৷ প্রশ্ন: বুঝ‌তে পারলাম না, একটা উদাহরণ দি‌তে পার‌বেন?
উ: জি স্যার, য‌দি একটা ব্যাংক এর মোট বি‌নি‌য়োগ ১০০ টাকা উক্ত ব্যাং‌কের এবং শ্রেনীকৃত বি‌নি‌য়োগ এর প‌রিমান ৫ টাকা হয় ত‌বে সে ব্যাংক ৫৬ টাকা Large Loan হিসা‌বে বি‌নি‌য়োগ গ্র‌হিতার ম‌ধ্যে বি‌নি‌য়োগ কর‌তে পার‌বে এবং বাকি ৪৪ টাকা ব্যাং‌কের Capital এর ১০% এর নী‌চে বি‌নি‌য়োগ গ্র‌হিতা‌দের মা‌ঝে বিনিয়োগ কর‌তে হ‌বে৷

৬৷ প্রশ্ন: বুঝলাম, ত‌বে য‌দি Classified Loan ৫% এর বে‌শি হয় ত‌াহ‌লে কি হ‌বে?
উ: য‌দি Classified Loan এর প‌রিমান ৫% এর বে‌শি কিন্তু ১০% এর কম থা‌কে ত‌বে ৫২%, য‌দি ১০% এর বে‌শি কিন্তু ১৫% এর কম হয় ত‌বে ৪৮%, য‌দি ১৫% এর বে‌শি কিন্তু ২০% এর কম হয় ত‌বে ৪৪% এবং য‌দি Classified Loan এর প‌রিমান ২০% এর ‌বে‌শি হয় ত‌বে Large Loan হিসা‌বে ‌মোট বি‌নি‌য়ো‌গের ৪০% বিনি‌য়োগ কর‌তে পার‌বে৷
৭৷ প্রশ্ন: আচ্ছা, ত‌বে একজন গ্রাহক‌কে ব্যাংক তার Total Capital এর স‌র্বোচ্চ কি প‌রিমান Loan দি‌তে পার‌বে?
উ: ব্যাং‌কের Total Capital এর Funded এবং Non-Funded মি‌লে স‌র্বোচ্চ ৩৫% ‌বি‌নি‌য়োগ করা যা‌বে৷

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

৮৷ প্রশ্ন: সে ক্ষে‌ত্রে স‌র্বোচ্চ Funded এবং Non-Funded কত শতাংশ বি‌নি‌য়োগ দি‌তে পার‌বে?
উ: স‌র্বোচ্চ Funded ১৫% এর বে‌শি হ‌তে পার‌বে না বাকী ২০% None Funded হিসা‌বে দেওয়া যা‌বে৷
৯৷ প্রশ্ন: বুঝলাম, ত‌বে Non-Funded কোন গু‌লি?
উ: স্যার Non-Funded হ‌লো যেমন- Letter of Credit, Bank Guarantee ইত্যা‌দি৷
১০৷ প্রশ্ন: ত‌বে য‌দি কোন গ্রাহক Exporter হয় ত‌বে তা‌র বেলাও কি একই হ‌বে?
উ: জি না স্যার, Exporter কে স‌র্বোচ্চ ৫০% এর ম‌ধ্যে ১৫% Funded বাকী ৩৫% Non-Funded Facilities দেওয়া যা‌বে৷

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল।

একটি মন্তব্য

Leave a Reply to Mohammad Ismail Hossain Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button