ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-১৮ অভিজ্ঞ ব্যাংকার ২

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Experienced Banker সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ১৮তম পর্বে।

প্রশ্ন: মি: শাখায় কি দায়িত্বে আছেন?
উ: স্যার GB In Charge এর দায়িত্ব পালন করি।
প্রশ্ন: GB এর কি কি Section আছে?
উ: স্যার, Cash, Remittance, Clearing এবং Account Opening Section.
প্রশ্ন: Remittance কি?
উ: Remittance হল Fund এক স্থান থে‌কে অন্য স্থা‌নে বা এক‌দেশ থে‌কে অন্য দে‌শে Banking Chanel পাঠা‌নো, স্থানান্তর করা।

প্রশ্ন: মাধ্যমগু‌লি কি কি?
উ: স্যার, TT, DD, PO, MT ইত্যা‌দি।
প্রশ্ন: PO এবং DD এর সংগা দি‌তে পার‌বেন?
উ: জি স্যার, যখন একটা শাখা কোন গ্রাহক‌কে নি‌র্দিষ্ঠ প‌রিমান অর্থ প‌রি‌শো‌ধের প্র‌তিশ্রু‌তি দেয় তা‌কে PO ব‌লে, আর যখন কোন ব্যাংক অন্য ব্যাং‌কের উপর অথবা এক শাখা অন্য শাখার উপর নি‌র্দিষ্ঠ প‌রিমান অর্থ প‌রি‌শো‌ধের আদেশ দেয় তা‌কে DD ব‌লে। DD এক‌টি Negotiable Instrument.
প্রশ্ন: NI Act অনুসারে Negotiable Instrument কি?
উ: Negotiable Instruments means a promissory note, Bill of exchange & cheque payable either to order or to bearer.

প্রশ্ন: DD‌ তো এদের ম‌ধ্যে নাই, তাহ‌লে কেম‌নে?
উ: স্যার, DD এক‌টি Quasi Negotiable Instrument.
প্রশ্ন; আচ্ছা, তাহ‌লে Quasi Negotiable Instrument আবার কি?
উ: এই Instruments গুলি Endorsement করে হস্তান্তর করা যায় ত‌বে এ ক্ষে‌ত্রে হস্তান্তর কারী ধারক‌কে তার চে‌য়ে ভাল মা‌লিকানা দি‌তে পা‌রে না।
প্রশ্ন: Circular-10 সম্পর্কে আপ‌নি কি জা‌নেন?
উ: স্যার, এটা Bangladesh Financial Intelligent Unit কর্তৃক জা‌রিকৃত Money Laundering & Terrorism Financing প্র‌তিরোধ সংক্রান্ত এক‌টি গুরুত্বপূর্ণ Circular.

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্ন: Money Laundering কর‌লে শা‌স্তি কি?
উ: কোন ব্যা‌ক্তি money Laundering এর সা‌থে জ‌ড়িত প্রমান হ‌লে স‌র্বনিম্ন ৪ বছর এবং স‌র্বোচ্চ ১২ বছর জেল হতে পা‌রে, ইহার অতি‌রিক্ত অপরা‌ধের সা‌থে সং‌শ্লিষ্ট সম্প‌ত্তির দিগুন বা ১০ লাখ টাকা পর্যন্ত যা অধিক অর্থদ‌ন্ডে দ‌ন্ডিত হ‌বে।
প্রশ্ন: বলুনতো IRG কি?
উ: Investment Risk Grading.
প্রশ্ন: IRG এর Component গু‌লি কি কি?
উ: Financial Risk, Business Risk, Management Risk, Security Risk, Relationship Risk.

প্রশ্ন; Management Risk কত?
উ: 12%.
প্রশ্ন: বলেন তো Inco Term কি?
উ: International Commercial Term.
প্রশ্ন: বর্তমা‌নে Inco Term কত‌টি?
উ; স্যার, ১১ টি।

প্রশ্ন: EXW বল‌লে কি বুঝা‌বে?
উ: এ Term দ্বারা বুঝা যা‌বে যে রপ্তা‌নি কার‌কের শুধু মাত্র মাল তার গুদা‌মে প্রস্তুত রাখ‌বে আর আমদানী কার‌কের সব দায়িত্ব।
প্রশ্ন: CAMELS কি?
উ: CAMELS হ‌ল এক‌টি কৌশল যার মাধ‌্যমে বুঝা যায় এক‌টি ব্যাংক কতটুক‌ু ভাল বা খারাপ অবস্থায় আছে তার উপর ভি‌ত্তি করে ব্যাংক‌টি‌কে তরার‌কি করা হয়।
প্রশ্ন: CAMELS এর বিশ্লেষন কি হ‌বে?
উ: Capital Adequacy, Assets Quality, Management Efficiency, Earning Capacity, Liquidity Position, Sensitivity.

প্রশ্ন: Green Banking এর 4R কি?
উ: 4R হল: Reduce, Reuse, Recycle, Replace.
প্রশ্ন: বলুন‌ তো Professionalism কি?
উ: স্যার, কর্ম‌ক্ষে‌ত্রে স‌চেতনভা‌বে, সতর্কতার সা‌থে এবং সততা নি‌য়ে আন্ত‌রিকভা‌বে সকল নিয়ম‌ মে‌নে কাজ করা‌কে ব‌লে Professionalism.

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button