ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৩১ চেক পেমেন্ট

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Cheque Payment সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৩১তম পর্বে।

প্রশ্ন: মি বলেন‌ তো চেক Payment দি‌তে কি কি দেখ‌তে হয়?
উ: Cheque Payment দিতে নিম্নোক্ত বিষয়গুলো দেখ‌তে হয়ঃ
১. চে‌কের তা‌রিখ
২. চে‌কের স্বাক্ষর
৩. টাকার প‌রিমান কথায় ও অং‌কে ঠিক আছে কিনা
৪. ব্যা‌লেন্স পরীক্ষা করা ও
৫. চে‌কের Payee ইত্যা‌দি।

প্রশ্ন: আচ্ছা বুঝলাম কিন্তু চে‌কের তা‌রিখ থাক‌লেই কি Payment দি‌বেন?
উ: না স্যার, য‌দি চেক‌টি Post Dated ও Stale Dated হয় তাহ‌লে চেক‌টি payment দেওয়া যা‌বে না।
প্রশ্ন: চেক Post Dated ও Stale Dated কখন হয়?
উ: স্যার, Post মা‌নে প‌রে, যে চেকের Date ব্যাং‌কে উপস্থাপ‌নের Date এর প‌রের Date হয় তা‌কে Post Dated চেক ব‌লে। আর Stale মা‌নে বা‌সি, যে চেকটি চে‌কে উল্লে‌খিত তা‌রি‌খের ৬ মাস প‌রে ব্যাং‌কে উপস্থাপন করা হয় তা‌কে ব‌লে Stale চেক।
প্রশ্ন: কিন্তু Government কর্তৃক ইসু করা Cheque হ‌লেও কি Stale হ‌তে ৬ মাস লাগ‌বে?
উ: জি না স্যার, Government কর্তৃক ইস্যুকৃত Cheque হ‌লে সেটা ৩ মাস পর Stale হিসা‌বে গন্য হ‌বে।

প্রশ্ন: য‌দি কোন ব্যাংকার Post Dated চেক payment দি‌য়ে দেয় তাহ‌লে তার কি কোন সমস্যা হ‌বে?
উ: জি স্যার সমস্যা হ‌বে কারণ NI act 1881এর ৮৫ ধারায় ব্যাংকা‌রের যে আইনগত নিরাপত্তার কথা বলা হ‌য়ে‌ছে তা সে পা‌বে না।
প্রশ্ন: NI Act অনুযায়ী Cheque এর সংগাটা বলতে পার‌বেন?
উ: জি পারব, Cheque is a bill of exchange drown on a specified banker and not express to be payable otherwise than on demand.
প্রশ্ন: মি: বল‌তে পার‌বেন Collecting Bank কি?
উ: জি স্যার পারব, যখন কোন ব্যাংক তার নি‌জের প‌ক্ষে অথবা গ্রাহ‌কের প‌ক্ষে কোন Cheque, Bill of Exchange বা অন্য কোন হস্তান্তর‌যোগ্য দ‌লিল আদায় ক‌রে আনেন তা‌কে Collecting Bank ব‌লে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্ন: Collecting Banker এর দায়ীত্ব কি?
উ: Collecting Banker এর দায়ীত্ব হ‌ল:
১. যথাযথ প্রাপকের ‌হিসা‌বে অর্থ আদায় করা
২. চে‌কে যথাযথ অনু‌মোদন আছে কিনা তা দেখ‌তে হ‌বে
৩. চে‌কে কোন কাটাকা‌টি থাক‌লে দেখ‌তে হ‌বে তা প্রস্তুতকারক স্বাক্ষর ক‌রে‌ছে কিনা তা দেখা
৪. যথাসম‌য়ে প্রদান কারী ব্যাং‌কে পাঠা‌নো ও
৫. চেক Dishonoured হ‌লে তা কারণসহ গ্রাহক‌কে জানা‌তে হ‌বে।

প্রশ্ন: মি: বল‌তে পার‌বেন Money Laundering এর শাস্তিে কি?
উ: জি স্যার, কোন ব্যা‌ক্তি Money Laundering এর সা‌থে জ‌ড়িত হ‌লে স‌র্‌ানিম্ন ৪ বছর এবং স‌র্বোচ্চ ১২ বছর জেল হ‌তে পা‌রে, তাছাড়াও Money Laundering জ‌ড়িত অর্থের দ্বিগুন অথবা ১০ লাখ টাকার ম‌ধ্যে যেটা বেশী তা অর্থদন্ড হ‌তে পা‌রে।
প্রশ্ন: কিন্তু কোন প্র‌তিস্ঠান Money Laundering এর সা‌থে জ‌ড়িত হ‌লে তার শা‌স্তি কি ?
উ: স্যার প্র‌তিস্ঠান হ‌লে Money Laundering এর সা‌থে সং‌শ্লিষ্ঠ অর্থের দ্বিগুন অথবা ২০ লাখ টাকার ম‌ধ্যে যেটা অধিক তা অর্থ দ‌ন্ডে দ‌ন্ডিত হ‌বে।
প্রশ্ন: মি: STR কি?
উ: STR হ‌লো Suspicious Transaction Report.

প্রশ্ন : STR কখন কর‌তে হয়?
উ: যখন কোন লেন‌দেন Money Laundering এর সা‌থে জ‌ড়িত ব‌লে স‌ন্দেহ হ‌বে তখন STR করতে হয়।
প্রশ্ন: STR কর‌তে কোন Website ব্যবহার কর‌তে হয়?
উ: goAML Website এর মাধ্যমে STR কর‌তে হয়।
প্রশ্ন: য‌দি কোন সংস্থা STR না ক‌রে তাহ‌লে তার শা‌স্তি কি?
উ: এ ক্ষে‌ত্রে অনুন্য ৫০ হাজার টাকা এবং অনুর্ধ্ব ২৫ লাখ টাকা জ‌রিমানা হ‌তে পারে। এবং উক্ত জ‌রিমানার অতি‌রিক্ত উক্ত সংস্থার কোন শাখা, সা‌র্ভিস সেন্টার, বুথ এর বাংলা‌দে‌শে কার্যক্রম র‌হিত করার উদ্দে‌শ্যে নিবন্ধন স্থ‌গিত ক‌রি‌তে পা‌রি‌বে।
প্রশ্ন: বুঝলাম, ত‌বে বাংলা‌দে‌শের কোন আইন অনুযায়ী STR কর‌তে হয়?
উ: Money Laundering প্র‌তি‌রোধ আইন ২০১২ এর ধারা ২৫ অনুসা‌রে রি‌পোর্ট প্রদানকারী সংস্থার দায়ীাত্ব হিসা‌বে STR কর‌তে হয়।

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button