গল্প ও কবিতাব্যাংকার

ব্যাংকারের দৌড় ঝাপ

সারাদিন দৌড় ঝাপ কত যে চোঁঠ
সব কিছু ঠিক হলে মাথায় মুকুট।
অফিসে সারাদিন কাজ আর কাজ
ব্যবসার উন্নয়নে থাকতে হয় সজাগ।

দিন শেষে অফিসে নিজেকে দেখা
মনে হয় মাথার উপর ঘুরেনা পাখা।
একদিকে Deposit অন্যদিকে Loan
এরপর বাড়তি চাপ গ্রাহকের ফোন।

গ্রাহক আমার লক্ষী কিছু না যায় বলা
CRM এর Query তে কান ঝালাপালা।
তারপর শুরু হয় ফাইলের অপারেশন
ICC তে রেখে হয় নিবিড় পর্যবেক্ষণ।

Legal এর মারপ্যাঁচে লেগে যায় ধাঁ ধাঁ
Opps এর নিয়মে আছে অনেক বাধাঁ।
একে একে শেষ হয় সকল মুভমেন্ট
তারপর Accounts দেয় ডিসবার্সমেন্ট।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

কার কত টার্গেট, কত তার Achievement
চুলচেরা বিশ্লেষনে রয়েছে HR Department.
কিছুটা Imotion আর কিছুটা প্রিপারেশন
Dedication ১০০% হলে তবেই প্রমোশন।

হাজার দুঃস্বপ্নের মাঝেই স্বপ্নের বীজ বপন
স্বপ্ন পূরনের আশ্বাস নিয়েই ব্যাংকারদের জীবন।

Courtesy : Ashraful Alam Repon

একটি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button