ব্যাংকার

ব্যাংকা‌রের প‌রিচয় ২

ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভাল আছেন। ১ম পর্বে আমরা আলোচনা করেছি ব্যাংকা‌রের প‌রিচয় (Banker’s Identity) এর Negative বিষয়গুলো নিয়ে। আজ আলোচনা করবো একজন ব্যাংকা‌রের প‌রিচয় (Banker’s Identity) ২য় পর্ব সম্পর্কে। এখানে শুধু Positive বিষয়গুলো তু‌লে ধরা হলোঃ

ব্যাংকার হ‌লো সেই ব্যক্তি যি‌নিঃ
১. একজন দক্ষ হিসাব রক্ষক যার হিসাব সব সময় মি‌লে যায়।
২. যি‌নি জনগ‌নের গ‌চ্ছিত আমানত সংরক্ষন করে কিন্তু কখনও খেয়ানত ক‌রে না।
৩. যি‌নি জন সাধারন‌কে সেবা দেয় কিন্তু বি‌নিম‌য়ে ভোট চায় না।
৪. যি‌নি Income Tax ফা‌কি দেয় না বরং সা‌থে সা‌থে Income Tax প‌রি‌শোধ ক‌রে।
৫. যি‌নি মাস শেষ হওয়ার আগেই বেতন পে‌য়ে যায়।
৬. যি‌নি বছর শে‌ষে ব্যবসায় প‌রিচালনায় দক্ষতার স্ব‌ীকৃ‌তি স্বরুপ Incentive Bonus পায়।
৭. যি‌নি সুট কোট প‌রে সবসময় প‌রিপা‌টি থা‌কে।
৮. যি‌নি আকর্ষ‌নীয় বাক্য ব্যবহার ক‌রে গ্রাহক‌দের সাথে কথা ব‌লে।
৯. যি‌নি শত ব্যস্ততার মা‌ঝেও গ্রাহ‌বের সা‌থে হা‌সি দি‌য়ে কথা ব‌লে।
১০. যি‌নি সু‌মিষ্ট ভাষী এবং একজন 1st Class ভদ্র‌লোক হিসা‌বে সক‌লের কা‌ছে প‌রি‌চি‌তি।
১১. ‌যি‌নি অল্প profit Rate দি‌য়ে House Building Investment ভোগ ক‌রে।
১২. যি‌নি Executive হওয়ার সা‌থে সা‌থে ব্যাং‌কের নিকট থে‌কে Car Facility ভোগ ক‌রে।
১৩. যি‌নি ‌নি‌জের আয় থে‌কে সমা‌জের মানু‌ষের উন্নয়‌নের জন্য খরচ ক‌রে।
১৪. যি‌নি প‌রিবা‌রের সকলকে নি‌য়ে সু‌খে শা‌ন্তি‌তে বসবাস ক‌রে।
১৫. যি‌নি Retirement এর পর Retirement Benefit পে‌য়ে একজন কো‌টিপতি ব‌নে যায়।

কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (সামান্য পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button