গল্প ও কবিতা

ব‍্যাংকারের ডিসেম্বর (ক্লোজিং)

ব‍্যাংকারের দুয়ারে এলে
ডিসেম্বর মাস,
ছুটা-ছুটি রিকভারির
যেনো নাভিশ্বাস!

শেষ প্রয়াস চলে
“টার্গেট ফিলাপের”,
“মিটিং – সিটিং
চলে দৌড়ঝাঁপের।

পরম যতোনে
টাস্ক ফোর্স গঠনে
পদক্ষেপ নেয়,
গ্রাহকের গতিবিধি দেখে
তারা হানা দেয়।

ব‍্যাংকের ফোন পেলে
এড়িয়ে যায় কৌশলে
বিনিয়োগ গ্রাহক,
ফেরত না দিতে চায়
নানা টালবাহানায়;
মেরে দিতে চায়
অন‍্যের হক।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

“ইস্টিমেট” নেয় তার
দক্ষ ব‍্যাংকার
নিরবে বসে,
কিভাবে ধরিবে তারে
এই ছক কষে!

কোন্ পথ আছে তার
ভাবে বসে বারবার
গ্রাহকের দূর্বলতা!
আছে কি-না বাকী
খোঁজে ফিরে তা’।

এমনি করে চলে
চোর-পুলিশ খেলে
গ্রাহকের সাথে,
কখনো বিফল
কখনো সফল
হয় কেউ তাতে!!

এম. শফিকুল হক (বকুল), কবি ও ব্যাংকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button