ব্যাংকার

ব্যাংকার ও ডাক্তার (রম্য গল্প)

এক ব্যাংকার ব্যাংকিং পেশা ছেড়ে দিয়ে ডাক্তারী পেশায় ডিপ্লোমা নিয়ে রীতিমতো একটা ক্লিনিক খুলে বসলো। আর ক্লিনিকের বাইরে লিখে দিল– “৩০০ টাকায় যে কোন রোগের চিকিৎসা করান হয়। চিকিৎসায় রুগী ভালো না হলে এক হাজার টাকা ফেরৎ”। এক ডাক্তার ভাবল এক হাজার টাকা রোজগার করার একটা দারুণ সুযোগ!

ডাক্তার সেই ক্লিনিকে গেল…
আর বলল, “আমি কোন জিনিষ খেতে গেলে তাতে কোন স্বাদ পাই না।”
ব্যাংকার তার পেশাসুলভ বুদ্ধি দিয়ে নিজের নার্সকে বলল, “২২ নাম্বার বক্স থেকে ওষুধ বার কর আর ৩ ফোটা খাইয়ে দাও ওনাকে।”
নার্স খাইয়ে দিল।

রুগী (ডাক্তার)– “আরে, এটা তো পেট্রোল।”
ব্যাংকার– “Congratulation…. দেখলেন তো আমাদের ক্লিনিকের চিকিৎসার কি সফলতা…!
আপনি কি দ্রুতই টেস্টটা জিভে পেয়ে গেছেন। এবার আমাকে আমার ৩০০ টাকা ফী দিয়ে দিন।”
ডাক্তার টাকাটা দিয়ে দিল এবং চলে গেল মনে দুঃখ আর রাগ নিয়ে।

কিন্তু ডাক্তার ভীষণ চতুর। ভাবল, একে টাইট করতে হবে আর পয়সাটাও উসুল করতে হবে।
তাই আবার কিছুদিন পর সে সেই ক্লিনিকে এল।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

রুগী (ডাক্তার)– “আমার মেমোরী কমে গেছে। কিছুই মনে থাকে না।”
ব্যাংকার– “নার্স, এনাকে ২২ নাম্বার বক্স থেকে ৩ ফোটা খাইয়ে দাও তো।”
ডাক্তার– “কিন্তু, ওটা তো স্বাদ ফিরে পাওয়ার ওষুধ”।

ব্যাংকার– “দেখলেন তো এই ক্লিনিকের কি কেরামতি আপনি ওষুধ খাওয়ার আগেই আপনার মেমোরী ফিরে এসেছে, দিন আমার ৩০০ টাকা।”
এবার ডাক্তার খুব রেগেই বাড়ি গেল আরও ৩০০ টাকা দিয়ে।

আবার কিছুদিন পর নতুনভাবে প্লান করে ফাঁদে ফেলে টাকা উশুলের ধান্দায় ক্লিনিকে এসে ডাক্তার বলল, “আমার দৃষ্টিশক্তি একেবারেই কমে গেছে। একদমই দেখতে পাচ্ছি না!
ব্যাংকার– “এর কোন ওষুধ আমার কাছে নেই। এই নিন, আপনার ১০০০ টাকা।”

রুগী (ডাক্তার)– “কিন্তু এটা তো ৫০০ টাকার নোট।”
ব্যাংকার– “দেখুন, আপনার দৃষ্টিও ফেরৎ এসে গেছে। দিন আমার ৩০০ টাকা।”

শিক্ষানীয়ঃ কাউকে ফাঁদে ফেলে ঠকানোর চেষ্টা করিলে এক সময় সেই ফাঁদে পড়ে নিজেই ঠকতে হয়।

কার্টেসিঃ সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button