ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৩৪ ফরেন রেমিট্যান্স

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Foreign Remittance বা বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৩৪তম পর্বে।

প্রশ্ন: মি: কোথায় কাজ ক‌রেন?
উ: স্যার, Foreign Remittance এ কাজ ক‌রি।
প্রশ্ন: আচ্ছা, ব‌লেন‌ তো Form “C” কি?
উ: স্যার, Form “C” হ‌লো এক‌টি Form যার দ্বারা বি‌দেশ থে‌কে অর্থ প্রের‌ণের উদ্দেশ্য ঘোষণা কর‌তে হয়।
প্রশ্ন: বুঝলাম, ত‌বে যে কোন মুদ্রা প্রেরণ কর‌লেই Form “C” তে প্রের‌ণের উদ্দেশ্য ঘোষণা কর‌তে হ‌বে?
উ: না, ত‌বে প্রে‌রিত বৈ‌দেশীক মুদ্রার প‌রিমাণ য‌দি ১০,০০০ ডলার এর সমান বা তার বে‌শি হয় তাহ‌লে Form “C” লাগ‌বে।

প্রশ্ন: ব‌লেন‌ তো FMJ Form দ্বারা কি বুঝায়?
উ: Foreign Money & Jewelry Form.
প্রশ্ন: FMJ Form এ কখন ঘোষণা দি‌তে হয়?
উ: স্যার, য‌দি কোন বাংলা‌দেশী ৫০০০ ডলার এর সমান বা তার চে‌য়ে ‌বে‌শি বৈ‌দেশীক মুদ্রা দে‌শে আনে তাহ‌লে FMJ Form এর মাধ্য‌মে কাষ্টম কর্তৃপ‌ক্ষের নিকট ঘোষণা দি‌তে হয়।
প্রশ্ন: ব‌লেন‌ তো TM Form দ্বারা কি বুঝায়?
উ: Travel & Miscellaneous Form বুঝায়।

প্রশ্ন: TM Form কি জ‌ন্যে লা‌গে?
উ: স্যার, আমদানী মূল্য বা‌দে অন্য যে কোন কার‌ণে বি‌দে‌শে বৈ‌দে‌শিক মুদ্রা প্র‌ের‌ণের কর‌লে TM Form দ্বারা বাংল‌দেশ ব্যাং‌কের নিকট রি‌পোর্ট কর‌তে হয়।
প্রশ্ন: আমদানী মূল্য প‌রি‌শোধ করার জন্য কোন Form প্র‌য়োজন হয়?
উ: স্যার, এ ক্ষে‌ত্রে IMP Form প্র‌য়োজন হয়, এর মাধ্য‌মে বাংলা‌দেশ ব্যাং‌কে রি‌পোর্ট কর‌তে হয়।
প্রশ্ন: রপ্তা‌নির জন্য কোন Form প্র‌য়োজন হয়?
উ: এ ক্ষে‌ত্রে EXP Form প্র‌য়োজন হয়।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্ন: EXP Form কয় ক‌পি প্র‌য়োজন হয়?
উ: স্যার, EXP Form ২ (দুই) ক‌পি প্র‌য়োজন হয়।
প্রশ্ন: বুঝলাম, ত‌বে EXP Form ২ (দুই) ক‌পি নাম কি?
উ: First Original এবং Second Original.
প্রশ্ন: আচ্ছা, ত‌বে EXP Form এর ক‌পি রপ্তা‌নির পর কয় দি‌নের ম‌ধ্যে বাংলা‌দেশ ব্যাং‌কে পাঠা‌তে হ‌বে?
উ: স্যার, এ ক্ষে‌ত্রে রপ্তা‌নির প‌রে ১৪ দি‌নের ম‌ধ্যে AD কর্তৃক বাংলা‌দেশ ব্যাং‌কে রি‌পোর্ট কর‌তে হয়।

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button