ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-২৬ CRR, CAR ও SLR

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা CRR, CAR ও SLR সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ২৬ তম পর্বে।

প্রশ্ন: মি: ব‌লেন‌তো CRR কি?
উ: CRR হ‌লো Cash Reserve Ratio.
প্রশ্ন: Cash Reserve এর হার কি‌সের বিপরী‌তে রাখা হয়?
উ: Time এবং Demand Deposit এর বিপরী‌তে রাখ‌তে হয়।
প্রশ্ন: বুঝলাম না Time deposit, Demand Deposit এ গু‌লি কি?
উ: Time Deposit হ‌লো যে Deposit গ্রাহক নি‌র্দিষ্ট সম‌য়ের পূ‌র্বে তু‌লে নি‌তে পা‌রে না। আর Demand Deposit গ্রাহক যখন ইচ্ছা তু‌লে নি‌তে পা‌রে।

প্রশ্ন: CRR বর্তমান কত?
উ: স্যার CRR বর্তমা‌নে 5.5%. অর্থাৎ য‌দি কোন ব্যাং‌কের Deposit এর প‌রিমান ১০০ কো‌টি টাকা হয় তাহ‌লে তা‌কে ৫.৫ কো‌টি টাকা অবশ্যয় বাংলা‌দেশ ব্যাংকে জমা রাখ‌তে হ‌বে।
প্রশ্ন: বুঝলাম ত‌বে SLR তাহ‌লে কি?
উ: স্যার, SLR হ‌লো Statutory Liquidity Ratio.
প্রশ্ন: SLR বর্তমা‌নে কত?
উ: SLR বর্তমা‌নে 18.5% সংরক্ষন কর‌তে হ‌বে।

প্রশ্ন: CRR 5.5% এর সা‌থে আরও 18.5% SLR রাখ‌তে হ‌বে?
উ: না স্যার, CRR 5.5% এর সা‌থে আর মাত্র 13% Liquid Asset রাখ‌তে হ‌বে।
প্রশ্ন: Liquid Asset বল‌তে আপ‌নি কি বুঝা‌চ্ছেন?
উ: Liquid Asset বল‌তে এমন কিছুতে Investment কর‌ে রাখ‌বে যা টাকায় প‌রিনত কর‌তে কোন বেগ পে‌তে হয় না, চাওয়া মাত্রই বিক্রয় করা যায়। যেমন Gold, Security paper ইত্যাদি।
প্রশ্ন: আচ্ছা শরীয়া ভি‌ত্তিক ব্যাংকগু‌লির জন্য SLR কি একই?
উ: না, শরীয়া ভি‌ত্তিক ব্যাংক গু‌লির জন্য SLR হ‌লো 11.50% অর্থাৎ 5.5% CRR এর সা‌থে আরও 6.00 Cash সংরক্ষন কর‌তে হ‌বে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্ন: CRR 5.5% তো Daily Basis কিন্তু Bi- Weakly Average Basis কত?
উ: স্যার Bi-Weakly Basis CRR হ‌বে 6.0%.
প্রশ্ন: শরীয়া ভি‌ত্তিক ব্যাংকগু‌লির SLR কম কেন?
উ: শ‌রিয়া ভি‌ত্তিক ব্যাংকগু‌লিতো ‌কোন সুদ ভি‌ত্তিক কোন Security ক্রয় কর‌তে পা‌রে না তাই তা‌দের টাকা‌টা সম্পূর্ন Cash আকা‌রে রাখা থা‌কে।
প্রশ্ন: বুঝলাম তাহ‌লে CAR কি জি‌নিষ?
উ: স্যার, CAR হ‌লো Capital Adequacy Ratio.

প্রশ্ন: CAR কি‌সের বিপরী‌তে রাখ‌তে হয়?
উ: স্যার CAR হ‌বে Asset বা বি‌নি‌য়োগকৃত সম্পদের বিপরী‌তে।
প্রশ্ন: তাহ‌লে CAR এর সা‌থে CRR পার্থক্যটা বু‌ঝি‌য়ে বল‌তে পার‌বেন?
উ: জি স্যার, CAR বা Capital এর প‌রিমান নির্ধা‌রিত হয় Asset বা বি‌নি‌য়ো‌গকৃত সম্পদ এর ভি‌ত্তি‌তে কিন্তু CRR বা Cash Reserve এর প‌রিমান নির্ধা‌রিত হয় Liability বা Deposit এর প‌রিমা‌নের উপর ভিত্তি ক‌রে।
প্রশ্ন: বল‌তে পার‌বেন Bank Rate কি?
উ: হ্যা পারব, যে Rate এ কেন্দ্রীয় ব্যাংক বা‌নি‌জ্যিক ব্যাংকগু‌লিকে লোন দি‌য়ে থা‌কে।

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

২ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button