ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-২১ কাস্টমার একসেপ্টেন্স পলিসি

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। আজকের ভাইভাটা Customer Acceptance Policy সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ২১তম পর্বে।

প্রশ্ন: ‌মি: বলেন‌ তো CAP কি?
উ: স্যার, Customer Acceptance Policy.
প্রশ্ন: CAP এর বিষয়গু‌লি কি কি?
উ: বিষয়গু‌লি হ‌লো-
১. ছদ্মনা‌মে বা শুধুমাত্র নাম যুক্ত গ্রাহ‌কের হিসাব খোলা যা‌বে না।
২. Shell Bank এর সা‌থে কোন ব্যাং‌কিং সম্পর্ক করা যাবে না।
৩. United Nation এবং বাংলা‌দেশ সরকার কর্তৃক নি‌ষিদ্ধ কোন ব্যা‌ক্তি বা সত্ত্বার না‌মে হিসাব খোলা যা‌বে না।
৪. অনিবাসী বাংলা‌দেশী‌দের হিসাব এর ক্ষে‌ত্রে FEX Act-1947 অনুস্বরণ কর‌তে হ‌বে।

প্রশ্ন: বলুন‌তো Introducer ছাড়া কি Account খোলা যা‌বে?
উ: না, স্যার।
প্রশ্ন: কেন? সমস্যা কি?
উ: স্যার, কারণ হ‌লো এ Account এর মাধ্য‌মে কোন অবৈধ লেন‌দেন হ‌লে ব্যাংকার আইনগত নিরাপত্তা পা‌বে না।
প্রশ্ন: আচ্ছা বুঝলাম, আপ‌নি কি বল‌তে প‌ারেন SME কি?
উ: জি স্যার, SME হ‌লো Small & Medium Enterprise.

প্রশ্ন: বুঝলাম ত‌বে SME হওয়ার জন্য কি শর্ত?
উ: প্র‌তিষ্ঠান‌টি কোন Public Limited Company হ‌বে না, Manpower এবং Fixed Asset এর ক্ষে‌ত্রে নি‌র্দিষ্ট সিমা নির্ধা‌রিত আছে।
প্রশ্ন: কি প‌রিমান Asset এবং Manpower প্র‌য়োজন?
উ: স্যার, এ ক্ষে‌ত্রে Small Enterprise এবং Medium Enterprise এর জন্য আলাদা Criteria র‌য়ে‌ছে। যেমন: Small Enterprise য‌দি Service Sector এ হয় ত‌বে Manpower ১০ জন থে‌কে ২৫ জ‌নের ম‌ধ্যে হ‌তে হ‌বে এবং Fixed Asset ৫ লাখ থে‌কে ১ কো‌টির ম‌ধ্যে থাক‌তে হ‌বে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্ন: বুঝলাম ত‌বে Manufacturing Company এর বেলায় কি ধর‌নের Manpower এবং Asset নি‌র্দিষ্ট করা হ‌য়ে‌ছে?
উ: স্যার এ ক্ষে‌ত্রে Manpower ২৫ থে‌কে ৯৯ জ‌নের ম‌ধ্যে হ‌তে হ‌বে এবং Fixed Asset ৫০ লাখ থে‌কে ১০ কো‌টির ম‌ধ্যে হ‌তে হ‌বে।
প্রশ্ন: Medium Enterprise এর ক্ষে‌ত্রে কি শর্ত দেওয়া আছে?
উ: Service Sector এর ক্ষে‌ত্রে Manpower ৫০- ১০০ জন কিন্তু Manufacturing Sector এর জন্য Manpower ১০০- ২৫০ ম‌ধ্যে হ‌তে হ‌বে।

প্রশ্ন: কিন্তু Medium Enterprise হওয়ার জন্য কি প‌রিমান Fixed Asset থাকা প্র‌য়োজন?
উ: স্যার এ ক্ষেত্রে Service প্র‌তিষ্ঠান হ‌লে ১ কো‌টি- ১৫ কো‌টি কিন্তু Manufacturing Sector এর কোন Company হ‌লে ১০ কো‌টি থে‌কে ৩০ কো‌টির ম‌ধ্যে হ‌তে হ‌বে।
প্রশ্ন: আচ্ছা, আপ‌নি কি বল‌তে প‌ার‌বেন? Deferred LC কি?
উ: জি স্যার, যে LC এর Payment বাক‌ি রাখা হয়।

প্রশ্ন: ত‌বে কত দিন Deferred রাখা যায়?
উ: Deferred L/C বি‌ভিন্ন মেয়া‌দের হ‌তে পা‌রে-
১. Capital Machineries এর ক্ষে‌ত্রে ৩৬০ দিন।
২. সার, কৃ‌ষি পন্য, Raw Materials এর ক্ষে‌ত্রে ১৮০ দিন।
৩. Life Saving Drug এর বেলায় ৯০ দিন।

প্রশ্ন: আপ‌নি বল‌তে পার‌বেন With Recourse & Without Recourse কি?
উ: স্যার, য‌দি L/C তে Bill of Exchange কে With recourse to drawer, Allow করা হয় তাহ‌লে Negotiating Bank কর্তৃক Payment দেওয়ার অর্থ ফেরত চাইতে পা‌রে য‌দি Bill of Exchange Dishonoured. কিন্তু Without Recourse to Drawer হ‌লে Negotiating Bank কর্তৃক Payment ফেরত চাওয়ার কোন সু‌যোগ থা‌কে না।
প্রশ্ন: আপ‌নি কি জা‌নেন য‌দি কোন Bangladeshi, SARC ভুক্ত দে‌শে ভ্রমন কর‌তে যায় তাহ‌লে সে কত USD সা‌থে নি‌তে পার‌বে?
উ: স্যার, ৩০০০ USD.

প্রশ্ন: ত‌বে য‌দি SARC এর বাই‌রের দে‌শে যায়?
উ: তাহ‌লে ৫০০০ USD নি‌তে পার‌বে।
প্রশ্ন: বুঝলাম কিন্তু য‌দি কেহ India তে চি‌কিৎসার জন্য যায় তাহ‌লে সে কি কর‌বে? তার‌তো আরও বেশী ডলার প্র‌য়োজন হ‌বে।
উ: সে ক্ষে‌ত্রে Medical Board এর সুপ‌া‌রিশ অনুসা‌রে 10,000 ডলার পর্যন্ত পে‌তে পা‌রে।
প্রশ্ন: কিন্তু যারা হজ্ব কর‌তে যে‌তে চাই তা‌দের ক্ষে‌ত্রে কি জা‌নেন?
উ: স্যার, এ ব্যাপা‌রে প্র‌তি বছর ব্যাংলা‌দেশ ব্যাংক‌ যে Instruction দেয় সে অনুযায়ী FC দেওয়া হয়।

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button