ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-২ ম্যানেজার ও বিনিয়োগ অফিসারের কথোপকথন ২

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আশা করছি ব্যাংক ম্যানেজার ও বিনিয়োগ/ লোন অফিসার এর কথোপকথনঃ ১ম পর্ব আপনাদের ভাল লেগেছে। আজ আমরা জানব Investment/ Loan সংক্রান্ত বিষয়ের ২য় পর্ব সম্পর্কে। আশা করছি সবার কাজে লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন ২য় পর্বে।

ম্যানেজারঃ IRG তে Good হওয়ার জন্য কত Score দরকার?
অফিসার: স্যার, 85 Above.
ম্যানেজারঃ ইসলামী ব্যাংক-এ Investment করতে কি কি Mechanism ব্যবহার করে?
অফিসারঃ তিনটি Mechanism যেমনঃ
1. Bai
2. Share ও
3. Ijarah Mechanism.

ম্যানেজারঃ Ijarah Mechanism এ কি ধরনের বিনিয়োগ করে থাকে?
অফিসারঃ তিন ধরনের বিনিয়োগ দিয়ে থাকে, যেমন:
১: স্থায়ী সম্পত্তি ভাড়া দেওয়া
২: Hire Purchase ও
৩: Hire Purchase under Sirkatul Milk.

ম্যানেজারঃ HPSM এর Procedure কি হবে?
অফিসারঃ এ ক্ষেত্রে গ্রাহক এবং ব্যাংক যৌথভাবে পূজি বিনিয়োগ করবে, সম্পত্তি ব্যবহারের উপযোগী হলে গ্রাহক কিস্তিতে ব্যাংকের মুলধন এবং ভাড়া পরিশোধ করবে এতে গ্রাহকের মালিকানা বাড়তে থাকবে এবং ব্যাংকের মালিকানা কমে যাবে একপর্যায় গ্রাহক পূর্ণাঙ্গ সম্পত্তির মালিকানা লাভ করবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ম্যানেজারঃ Hire Purchase এবং HPSM এর মধ্যে পার্থক্য কি?
অফিসারঃ Hire Purchase এ সম্পূর্ন টাকা না পরিশোধ হওয়া পর্যন্ত গ্রাহকের মালিকানা সাব্যস্ত হয় না কিন্তু HPSM এ গ্রাহক যতটুকু পরিশোধ করবে ততটুকু মালিকানা লাভ করবে।
ম্যানেজারঃ Non Performing Asset কি?
অফিসারঃ যে Asset বা Investment থেকে কোন Income আসে না তাকে বলে NPI বা NPA.

ম্যানেজারঃ Nonperforming Investment এর Element কোন গুলি?
অফিসারঃ Nonperforming Investment এর Element গুলি হলোঃ
1. Unclassified Overdue
2. Classified Investment
3. Unclassified Reschedule Investment ও
4. Written of Investment.

ম্যানেজারঃ Written of Investment কি?
অফিসারঃ যে Investment ৫ বছর ধরে Bad/ Loss হিসাবে Classified থাকবে এবং যার বিপরীতে ১০০% Provision রাখা থাকে তাকে Written off Investment বলে।
ম্যানেজারঃ Reschedule কখন করা হয়?
অফিসারঃ কখনও কখনও কিছু ভাল গ্রাহক পরিস্থিতির কারনে এবং ব্যবসা মন্দা হওয়ার দরুন, অনিচ্ছা সত্বেও Overdue হয়ে যায় এ ধরনের গ্রাহককে ব্যবসা চালিয়ে নিতে অতিরিক্ত জামানত নিয়ে পুনরায় বিনিয়োগ দেওয়াকে Reschedule বলে।

ম্যানেজারঃ সর্বোচ্চ কতবার Reschedule করা যাবে?
অফিসারঃ তিন বার।
ম্যানেজারঃ Term Investment এর ক্ষেত্রে গ্রাহকের নিকট থেকে ১ম বার কি পরিমান Dwon Payment নিতে হবে?
অফিসারঃ Overdue Installment এর 15% অথবা বকেয়ার 10% এদের মধ্যে যেটা সর্বনিম্ন তা Down Payment নিতে হবে।
ম্যানেজারঃ Investment বিপরীতে যে Charge নেওয়া হয় তার নাম কি?
অফিসারঃ Fixed charge, Floating Charge, Pari Passu Charge, First/ 2nd Charge.

ম্যানেজারঃ 2nd Charge কি?
অফিসারঃ যখন একই Security কে Mortgage রেখে দুটি ব্যাংক বিনিয়োগ দেয় তখন 2nd Bank এর Charge কে বলে 2nd Charge.
ম্যানেজারঃ Pari Passu এবং 2nd Charge পার্থক্য কি?
অফিসারঃ দুই অবস্থায় একই Security কে Mortgage রাখলেও Pari Passu তে দুই ব্যাংকের সমান অধিকার বা Equity অনুযায়ী থাকে কিন্তু 2nd Charge এর বেলায় তা নয় বরং 1st Charge ওয়ালা আগে নিজের পাওনা পাবে তার পর যতটুকু থাকে তা 2nd Charge ওয়ালা পাবে।
ম্যানেজারঃ Mortgage আবার কি?
অফিসারঃ ইহা Charge সৃষ্টির একটা পদ্বতি যার মাধ্যমে কোন স্থাবর সম্পদ বিনিয়োগের জামানত হিসাবে রাখা হয় এ ক্ষেত্রে সম্পদের দখল মালিকের নিকট থাকে।

ম্যানেজারঃ তাহলে Charge সৃষ্টির পদ্ধতিগুলি কি কি?
অফিসারঃ Charge সৃষ্টির পদ্ধতিগুলি হলো:
1. Lien
2. Assignment
3. Set Off
4. pledge
5. Hypothecation ও
6. Mortgage.
ম্যানেজারঃ Pledge কি ধরনের হয়?
অফিসারঃ বিনিয়োগের বিপরীতে জামানত হিসাবে গ্রাহকের অস্থাবর সম্পদ বা মালামাল ব্যাংকের অধিকারে নিয়ে থাকে এ ক্ষেত্রে মালের দখলও ব্যাংকের নিয়ন্ত্রনে থাকে।

(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
চলবে…………………।
ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
Source: Collected & Edited

একটি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button