বিনিয়োগ ও লোন

ব্যাংক লোন বা বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং পর্ব-৬

মোহাম্মদ শামসুদ্দীন আকন্দঃ ব্যাংকের ঋণ বা বিনিয়োগ হলো ব্যাংকের অন্যতম একটি বিষয়। কেননা ব্যাংকের লাভ বা মুনাফা নির্ভর করে ঋণ বা বিনিয়োগের উপর। ব্যাংকসমূহ কর্তৃক প্রদত্ত বিনিয়োগ বা ঋণের কতিপয় অংশ অনেক সময় খেলাপি থেকে যায়। আর এই খেলাপি বা মেয়াদোত্তীর্ণ বা অনাদায়ী বিনিয়োগ বা ঋণকে তার সময়সীমা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ভাগে ভাগ করেছে।

Loan/Investment Classification ব্যাংকারদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। যা ধারাবাহিকভাবে ৬ পর্বে প্রকাশিত হচ্ছে। আজ Loan/Investment Classification এর ৬ষ্ট তথা শেষ পর্ব প্রকাশ করা হলো। আশা করছি সকলের কাজে লাগবে।

CL (Classification of Loan/Investment) বা সিএল Form সমূহ
বিভিন্ন সিএল ফরমে দেখানো বিনিয়োগের মোট বকেয়া স্থিতি, অশ্রেণীকৃত ও শ্রেণীকৃত বিনিয়োগের বকেয়া স্থিতি, প্রভিশনিংয়ের স্থিতি, রক্ষিতব্য প্রভিশনিংয়ের পরিমান, স্থগিত লাভ/সুদ হিসাবের স্থিতি ইত্যাদি শ্রেণীকরন প্রভিশনিংয়ের সার সংক্ষেপ সিএল১ ফরমে রিপোর্ট করতে হয়।

CL (Classification of Loan/Investment) এর ফর্ম সমূহ নিম্নে তুলে ধরা হলো
CL এর মধ্যে ৫ টি ফর্ম আছে। এগুলো হল
CL-1 (Summary Sheet বা শ্রেণীকরন ও প্রভিশনিংয়ের সার সংক্ষেপ)
CL-2 (Continuous Investment/Loan বা চলমান বিনিয়োগ/ঋণ)
CL-3 (Demand Investment/Loan বা তলবী বিনিয়োগ/ঋণ)
CL-4 (Term Investment/Loan বা মেয়াদি বিনিয়োগ/ঋণ) এবং
CL-5 (Short Term & Agricultural Investment/Loan বা স্বল্পমেয়াদী ও কৃষি বিনিয়োগ/ঋণ ৫০,০০০ টাকা পর্যন্ত)

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
Classification Status
SSDFBL
CL-2 (Continuous Investment)6 to below 99 to below 1212 and above
CL-3 (Demand Investment)6 to below 99 to below 1212 and above
CL-4 (Term Invt.)3 to below 66 to below 99 and above
CL-5 (Agriculture & Short Time)12 to below 3636 to below 6060 and above

 

Provision Rate
UCSSDFBL
CL-2 (Continuous Investment)1%20%50%100%
CL-3 (Demand Investment)1%20%50%100%
CL-4 (Term Invt.)1%20%50%100%
CL-5 (Agriculture & Short Time)5%5%5%100%

লেখকঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, ব্যাংকার।

আরও দেখুন:
ব্যাংক লোনের ১০টি বৈশিষ্ট্য
এসএমই (SME) কী? এসএমই এর গুরুত্ব
ঋণ বা লোন বা বিনিয়োগ ডকুমেন্টেশন
ক্রেডিট রেটিং কি? ক্রেডিট রেটিং এর সুবিধা সমুহ

২ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button