ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ ব্যাংক হিসাবে আবগারি শুল্ক ১ লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আগে যেখানে ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হতো, এখন তা ১৫০ টাকা করা হবে। ৫ লাখ ১ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত যেটা বাজেটে ৮০০ টাকা করার ঘোষণা দেয়া হয়েছিল, সেটা ৫০০ টাকা করা হচ্ছে। একই সঙ্গে নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট/মূসক) আইন আগামী দুই বছর পর্যন্ত কার্যকর হচ্ছে না। বর্তমানে প্রযোজ্য আইনে ভ্যাট আদায় করা হবে। ফলে আগামী ১ জুলাই থেকে ওই ভ্যাট আইন কার্যকর হচ্ছে না।
ব্যাংকে আমানতের উপর আবগারি শুল্কের হার:
১ লক্ষ টাকার নীচে শুল্কমুক্ত (গতবছর ২০,০০০ টাকা পর্যন্ত শুল্কমুক্ত ছিল)
১-৫ লক্ষ টাকা পর্যন্ত শুল্ক ১৫০ টাকা (গত বছর ৫০০ টাকা ছিল)
৫-১০ লক্ষ টাকা পর্যন্ত শুল্ক ৫০০ টাকা (গতবছর ১২০০ টাকা ছিল)
১০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত শুল্ক ২৫০০ টাকা.
১-৫ কোটি টাকা পর্যন্ত শুল্ক ১২,০০০ টাকা
৫ কোটি+, শুল্ক ২৫,০০০ টাকা।।।।