ব্যাংক এশিয়া লিমিটেডস্কুল ব্যাংকিং

ব্যাংক এশিয়া স্কুল ব্যাংকিং – আমার স্কুল আমার সঞ্চয়

ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভাল আছেন। আজ আলোচনা করবো Bank এশিয়ার স্কুল ব্যাংকিং Account খোলা ও এর সুযোগ-সুবিধা সম্পর্কে।

• Bank Asia নিয়ে এসেছে ১৮ বছরের কম বয়সী যে ভাল ছাত্র ছাত্রীদের জন্য একটি আকর্ষণীয় সঞ্চয়ী হিসাব Bank Asia স্কুল ব্যাংকিং। সাথে আছে DPS ও অন্যান্য আকর্ষণীয় Deposit Scheme খোলার সুবিধা। সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পড়াশুনায় উৎসাহী করে তোলার মাধ্যমে এ হিসাব ছোটবেলা থেকে আপনার সন্তানের মূল্যবোধ ও দায়িত্বশীল ব্যক্তিত্ব গঠনের সহায়তা করবে।

• ছোট ছোট অংকে গড়ে ওঠা এই সঞ্চয় আগামী দিনগুলোতে আপনার ও আপনার সন্তানের অনেক স্বপ্নপূরণ সহজ করে তুলবে।

আরোও পড়ুনঃ ইসলামী ব্যাংক স্টুডেন্ট মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট

• Bank Asia স্কুল ব্যাংকিং হিসাবের বৈশিষ্ট্য
– আকর্ষণীয় মুনাফার অনুপাত বাহার
– কোন account maintenance charge নেই
– ফ্রি ATM Card
– একাধিক DPS Plus হিসাব খোলার সুযোগ
– অভিভাবক ও ছাত্র/ ছাত্রী উভয়ের লেনদেন করার সুযোগ
– বিদ্যালয়ের যাবতীয় বেতন ও ফি পরিশোধের সুযোগ
– পরীক্ষায় ভালো ফলাফলে মেধাবীদের জন্য পুরস্কারের সুযোগ
– উপার্জনকারী অভিভাবকের মৃত্যুতে Account Holder কে শিক্ষার জন্য আর্থিক সহায়তা।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

• Bank Asia স্কুল ব্যাংকিং হিসাব খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
– ছাত্র/ ছাত্রীর এবং অভিভাবকের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি/ ওয়েবক্যামে ধারণকৃত ছবির প্রিন্ট কপি
– ছাত্র/ ছাত্রীর জন্ম নিবন্ধন সনদপত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্র বা প্রতিষ্ঠান কর্তৃক প্রত্তয়ন পত্র/ বেতন রাশিদের সত্যায়িত ফটোকপি অথবা ওয়েবক্যামে ধারণকৃত ছবির প্রিন্ট কপি
– অভিভাবকের Photo ID (জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ জন্ম নিবন্ধন সনদপত্র)
– অভিভাবক ব্যতীত অন্য কেউ Nominee হলে নমিনীর এক কপি পাসপোর্ট সাইজ ছবি/ ওয়েবক্যামে ধারণকৃত ছবির প্রিন্ট কপি এবং নমিনীর Photo ID (জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট/ জন্ম নিবন্ধন সনদ পত্র
)
– জন্ম নিবন্ধন সনদ পত্রের ক্ষেত্রে গ্রাহক এবং নমিনি উভয়ের জন্য অতিরিক্ত একটি ছবি সম্বলিত পরিচয় পত্র/ প্রত্তয়ন পত্র প্রদান করতে হবে।

• বিস্তারিত জানতে যোগাযোগ করুন
Agent Banking Department
কর্পোরেট অফিসঃ বেঙ্গল সেন্টার (তৃতীয় তলা)
২৮, তোপখানা রোড ঢাকা-১০০০
ফোনঃ (৮৮০২) ৯৫৯০৮৪৬৮
Email: [email protected]
www.bankasia-bd.com

• সার্বক্ষণিক যোগাযোগের জন্য ফোন করন ১৬২০৫

আজ এ পর্যন্ত। আবার অন্য কোন বিষয় নিয়ে আসব আপনাদের মাঝে ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।

একটি মন্তব্য

  1. ধন্যবাদ। একটি সময়োপযোগী বিষয় উপস্থাপন করার জন্য। ভালো হতো স্কুল ব্যাংকিং কি, কেন এবং ছাত্র-ছাত্রী হিসেবে সঞ্চয় করার কিছু উপায় সম্পর্কে কিছু থাকলে। ভালো থাকুন এগিয়ে জান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button