ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

এগিয়ে চলেছে বাংলাদেশ অগ্রযাত্রার সহযোগী ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ধারার পথিকৃৎ। এটি ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিন এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক। এটি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের সার্বিক উন্নয়নে অবদান রেখে চলেছে।

০১. বিশ্বের ১০০০ ব্যাংকের মধ্যে স্থান করে নেয়া বাংলাদেশের একমাত্র ব্যাংক ইসলামী ব্যাংক।
০২. আমদানি রপ্তানিতে দেশের শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক। দেশের রফতানি ও আমদানিতে সর্ববৃহৎ অর্থায়নকারী ইসলামী ব্যাংক; যার মার্কেট শেয়ার যথাক্রমে ১০% ও ১১%।
০৩. দেশের সর্বোচ্চ রেমিট্যান্স আহরোণকারী ব্যাংক ইসলামী ব্যাংক। রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। এই খাতে ইসলামী ব্যাংকের মার্কেট শেয়ার ২৬%।
০৪. শতভাগ প্রযুক্তি নির্ভর, আধুনিক ও নিরাপদ ব্যাংক ইসলামী ব্যাংক।
০৫. সোয়া কোটি গ্রাহকের ব্যাংক ইসলামী ব্যাংক। যা বিশ্বের মােট ইসলামী ব্যাংকিং গ্রাহকের এক-চতুর্থাংশ।

০৬. তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। এ খাতে ইসলামী ব্যাংকের মার্কেট শেয়ার ২১%।
০৭. বাংলাদেশের শরীয়াহ মোতাবেক পরিচালিত প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক ইসলামী ব্যাংক।
০৮. বাংলাদেশের তৈরী পোষাক শিল্পে সবচেয়ে বেশী বিনিয়োগ কারী ব্যাংক ইসলামী ব্যাংক।
০৯. বাংলাদের অর্থনৈতিক উন্নয়নেরর অন্যতম সহযোগী ইসলামী ব্যাংক।
১০. ব্যাংকিং সেক্টরের সকল প্যারামিটারে দেশের শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক।

১১. প্রায় ১৮ কোটি মানুষের ভালোবাসার ব্যাংক ইসলামী ব্যাংক।
১২. এসএমই খাতে বিনিয়ােগ গ্রহীতা ৬ লক্ষ; যার ৪.৫ লক্ষই নারী উদ্যোক্তা। দেশের মােট এসএমই বিনিয়োগের ১৮ শতাংশই ইসলামী ব্যাংকের।
১৩. স্পিনিং শিল্পে মার্কেট শেয়ার ২৫% এবং লৌহ ও ইস্পাত শিল্পে ২১% ইসলামী ব্যাংকের।
১৪. আবাসন খাতে ব্যাংকটির মার্কেট শেয়ার ১২%; যা ২৫ লক্ষ লোকের আবাসন নিশ্চিত করেছে।
১৫. পরিবহন খাতে ব্যাংকটির মার্কেট শেয়ার ১৪%; যার সুবিধাভোগী ২ কোটি।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

১৬. ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে ২০ হাজার গ্রামের ১০ লক্ষ প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক। সুবিধাভোগী ৮৫ শতাংশই নারী। বিশ্বের মোট ইসলামিক মাইক্রোফাইনান্সের অর্ধেক এককভাবে পরিচালিত হচ্ছে এ ব্যাংকের মাধ্যমে।
১৭. ব্যাংকিং খাতে সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী ব্যাংক ইসলামী ব্যাংক।
১৮. ৩৪৫টি শাখা, ৫৫০টি এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ও প্রায় ৭০০টি এটিএম বুথের মাধ্যমে নিরবিচ্ছিন্ন সেবা দেয়া ব্যাংক ইসলামী ব্যাংক।

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায়/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
❏ ✆ কল সেন্টারঃ ১৬২৫৯ অথবা ৮৩৩১০৯০ (দেশ)/ ০০৮৮-০২-৮৩৩১০৯০ (বিদেশ) এ কল করুন
❏ জিপিও বক্স নম্বরঃ ২৩৩
❏ টেলিফোনঃ (০২) ৯৫৬৩০৪০ (অটো হান্টিং), ৯৫৬০০৯৯, ৯৫৬৭১৬১, ৯৫৬৭১৬২, ৯৫৬৯৪১৭
❏ মোবাইলঃ ৮৮-০১৭১১-৪৩৫৬৩৮-৯
❏ টেলেক্সঃ 642525 IBANK BJ, 632403 IBANK BJ, 671620 IBANK BJ
❏ ফ্যাক্সঃ ৮৮০- ২- ৯৫৬৪৫৩২, ৮৮০- ২- ৯৫৬৮৬৩৪
❏ সুইফটঃ IBBLBDDH
❏ কেবলঃ ISLAMIBANK
❏ ইমেইলঃ [email protected]
❏ ওয়েবসাইটঃ www.islamibankbd.com

কার্টেসিঃ মোহাম্মদ শামসুদ্দীন আকন্দ, আইবিবিএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button