ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্ট
Balance of Trade এবং Balance of Payment কে অনেকে জঠিল মনে করে তাই চেষ্টা করব কিছুটা সহজ করা যায় কিনা। ০১ (এক) বৎসর শেষে কোন দেশের সাথে অন্য সকল দেশের শুধুমাত্র দৃশ্যমান আমদানীর পরিমান থেকে দৃশ্যমান রপ্তানির পরিমান বাদ দেওয়া হলে যা পাওয়া যায় তাকে Balance of Trade বলে। আর ০১ (এক) বৎসর শেষে কোন দেশের সাথে অন্য সকল দেশের যে পরিমান লেনদেন হয় তার পার্থক্যকে Balance of Payment বলে।
শাব্দিক অর্থ:
১) Balance of Trade মানে ব্যবসার ভারসাম্য।
২) Balance of Payment মানে আদান প্রদানের ভারসাম্য।
পারিভাষিক অর্থ:
* ০১ (এক) বৎসর শেষে কোন দেশের সাথে অন্য সকল দেশের শুধুমাত্র দৃশ্যমান আমদানীর পরিমান থেকে দৃশ্যমান রপ্তানির পরিমান বাদ দেওয়া হলে যা পাওয়া যায় তাকে Balance of Trade বলে।
* ০১ (এক) বৎসর শেষে কোন দেশের সাথে অন্য সকল দেশের যে পরিমান লেনদেন হয় তার পার্থক্যকে Balance of Payment বলে।
Balance of Trade এর উদাহরণ:
* দৃশ্যমান আমদানী বছরের শেষে ১০০ টাকা
* দৃশ্যমান রপ্তানি বছরের শেষে ৮০ টাকা
* অতএব Balance of Trade (১০০- ৮০)= ২০ টাকা।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
Balance of Payment এর উদাহরণ:
Balance of Payment এর মধ্যে তিন ধরনের Receipt এবং Payment হয়ে থাকে-
Receipt Tk Payment Tk
1) Current Account 700 800
2) Capital Account 400 200
3) Transfer Account 100 200
* Total Receipt = ১২০০ টাকা
* Total Payment= ১২০০ টাকা।
অতএব Receipt থেকে Payment বাদ দিলে কোন অতিরিক্ত থাকে না একে Balance of Payment বলে।
Current Account এর দুইটি উপাদান থাকে যথা-
১) দৃশ্যমান আমদানী-রপ্তানি। যেমন: বিভিন্ন জাতের পন্য সামগ্রী, খাদ্য দ্রব্য।
২) অদৃশ্যমান আমদানী-রপ্তানি। যেমন: সেবা দিয়ে আয় করা এবং সেবা নিয়ে ব্যয় করা।
Capital Account: যেমন-
* বিদেশ থেকে পাওয়া ঋন ও বিদেশিদের বিনিয়োগ করা অর্থ (Receipt)
* আবার বিদেশি ঋন পরিশোধ ও বিদেশে বিনিয়োগ করা (payment)।
Transfer Account: যেমন-
উপরের দুই প্রকার লেনদেন করার কারণে যে পার্থক্য থাকে তা Adjustment করার জন্য Gold আমদানী বা রপ্তানি করাকে Transfer Account বা Adjustment Account বলে। এক্ষেত্রে Balance of Payment সব সময় Zero হবে।
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)
আরও দেখুন:
◾ ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ কি?
◾ ফরেক্স ও শেয়ার মার্কেটের মধ্যে পার্থক্য কী?
◾ ফরেক্স মার্কেট বনাম স্টক মার্কেট
◾ ফরেন এক্সচেঞ্জ এর জরুরী কিছু নোট