অগ্রণী ব্যাংক পিএলসিব্যাংক হিসাবস্কুল ব্যাংকিং

অগ্রণী ব্যাংক স্কুল ব্যাংকিং একাউন্ট

সরকারী ব্যাংকের ডিজিটাল সেবায় বেড়ে উঠুক আপনার সন্তান। সন্তানের ভবিষ্যৎ যখন আপনার হাতে স্কুল ব্যাংকিং তখন আপনার দুয়ারে! এই শ্লোগানকে সামনে রেখে অগ্রণী ব্যাংক স্কুল ছাত্রদের জন্য নিয়ে এসেছে অগ্রণী ব্যাংক স্কুল ব্যাংকিং হিসাব।

কেন স্কুল ব্যাংকিং?
❏ সেভিংস একাউন্টের চেয়ে ১% বেশী মুনাফা;
❏ মাত্র ১০০ টাকা জমায় ব্যাংক একাউন্টের মালিক;
❏ শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি;
❏ শিক্ষা বীমা, একাউন্টে বৃত্তি/ উপবৃত্তির টাকা পাবার সুবিধা;
❏ ভবিষ্যৎ বিনিয়ােগের সুযােগ সৃষ্টি।

হিসাবের সুবিধা
❏ মাত্র ১০০ টাকা জমা দিয়ে এই হিসাব খোলা যায়;
❏ কোন সার্ভিস চার্জ নেই;
❏ প্রয়ােজন অনুযায়ী টাকা জমা ও উত্তোলন।

একাউন্ট খুলতে যা প্রয়ােজন
❏ শিক্ষা-প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র/পরিচয়পত্র/জমা রশিদের ফটোকপি;
❏ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র;
❏ অভিভাবকের ১ কপি পাসপাের্ট সাইজ ছবি;
❏ শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি;
❏ শিক্ষার্থীর ২ কপি পাসপাের্ট সাইজ ছবি।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

বিস্তারিত জানতে
❏ ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
❏ অথবা ✆ ফোন করুন +৮৮০-২৯৫৬৬১৫৩-৫৪, ৯৫৬৬১৬০-৬৯, ৯৫৬৬০৭৪-৭৫, ৭১৬১৭১৯ নম্বরে
❏ অথবা ইমেইল করুনঃ [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button