বাংলাদেশ ব্যাংক সার্কুলার

অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি বছরে একবারের বেশি নয়

১০ লাখ টাকা পর্যন্ত আমানত বিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে একবারের বেশি হিসাব রক্ষণাবেক্ষণ ফি বা অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ (Account Maintenance Fee) কাটা যাবে না।

আজ রোববার (১১ এপ্রিল, ২০২১) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রকাশিত ওই সার্কুলারে বলা হয়েছে, ‘ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি এবং ক্ষুদ্র আমানতকারীদের ব্যাংকমুখী করার লক্ষ্যে গড় আমানত স্থিতির উপর ভিত্তি করে সঞ্চয়ী হিসাবের বিপরীতে রক্ষণাবেক্ষণ ফি যৌক্তিকীকরণপূর্বক পুনঃনির্ধারণ করে দেয়া হয়।’

‘উক্ত পুনঃনির্ধারিত হার অনুযায়ী ব্যাংকসমূহ প্রতি ছয়মাস পর একবার অর্থাৎ বছরে দুইবার একটি হিসাব হতে একাউন্ট মেইনটেন্যান্স চার্জ (Account Maintenance Fee) আদায় করতে পারে।’

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ক্ষুদ্র আমানতকারীগণকে আর্থিক প্রণোদনা প্রদান ও আমানত বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে ১০ লাখ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতিবিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে দুইবারের পরিবর্তে একবার অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ (Account Maintenance Fee) আদায় করার জন্য ব্যাংকসমূহকে নির্দেশনা প্রদান করা যাচ্ছে।’

আরও দেখুন:
 আগামী ১২ ও ১৩ এপ্রিল ব্যাংক লেনদেনের সময়সূচি
 করোনায় ইসলামী ব্যাংক কর্মকর্তার ইন্তেকাল
 অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপকের ইন্তেকাল
 ব্যাংক এশিয়ার এভিপির ইন্তেকাল
 করোনায় অগ্রণী ব্যাংক কর্মকর্তার ইন্তেকাল

একটি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button