ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-১২ জেনারেল ব্যাংকিং

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হচ্ছে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা General Banking সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ১২তম পর্বে।

প্রশ্ন: মি: Deposit Mix কি?
উ: স্যার, যখন Total Deposit এর মধ্যে বিভিন্ন ধরনের Deposit থাকবে তখন তাকে Deposit Mix বলা হয়।
প্রশ্ন: Ideal Deposit Mix কি?
উ: স্যার, যদি Total Deposit এর মধ্যে ১৫% Deposit Cost Free হয় তবে তাকে Ideal Deposit Mix বলে।
প্রশ্ন: আচ্ছা বুঝলাম, তা Cost Free Deposit কোন গুলি?
উ: যে সকল Deposit এর জন্য কোন Profit দেওয়া লাগে না, যেমন: Current Deposit, DD Payable, TT Payable, Sundry Deposit, ইত্যাদি।

প্রশ্ন: আচ্ছা, তাহলে Cost Free Deposit কিভাবে বাড়ানো যায়?
উ: Collection of Negotiable Instruments, Opening LC, Providing Bank Guaranty ইত্যাদি।
প্রশ্ন: Negotiable Instruments কি কি?
উ: স্যার, As Per NI Act, Negotiable Instruments হইলো, Cheque, Bill of Exchange, Promissory Note.
প্রশ্ন: আচ্ছা, Traveller Cheque সম্পকে কি জানেন?
উ: স্যার, USA এর একটি আদালত Traveller Cheque কে Negotiable Instrument বলে স্বীকৃতি দিয়েছেন।

প্রশ্ন: আচ্ছা বুঝলাম, তবে Cheque কাকে বলে?
উ: As per NI Act, article-6: Cheque is a bill of exchange drown on a specified banker and not express to be payable otherwise than on demand.
প্রশ্ন: আচ্ছা, তবে কখন Cheque এর সব কিছু ঠিক থাকার পরও Payment দেওয়া যাবে না?
উ: যদি কোর্ট কর্তৃক নিষেধাজ্ঞা থাকে, A/C Holder এর মৃত হলে ইত্যাদি।
প্রশ্ন: আচ্ছা, বুঝলাম তবে A/c Holder এর মৃত সংবাদ জানার পরও কখন চেক Payment দেওয়া যাবে?
উ: যখন কোন চেক পূর্বেই Good for Payment এর জন্য চিহ্নিত করা থাকে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

২ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button