ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-১০ ফরেন এক্সচেঞ্জ ২

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হচ্ছে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা Foreign Exchange সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ১০ম পর্বে।

প্রশ্ন: মি: শাখায় কি কাজ ক‌রেন?
উ: স্যার, Foreign Exchange এ কাজ ক‌রি।
প্রশ্ন: Documentary Credit বল‌তে কি বু‌ঝেন?
উ: স্যার, Documentary Credit হ‌লো আন্তর্জা‌তিক বা‌ণিজ্যে মূল্য প‌রি‌শো‌ধের জন্য সব চে‌য়ে নিরাপদ এবং অতি জন‌প্রিয় একটা পদ্ধ‌তি। যার মাধ্য‌মে আমদা‌নিকারক এবং রপ্তা‌নিকারক দুজ‌নের স্বার্থ সমান ভা‌বে রক্ষা হয়।

প্রশ্ন: আপ‌নি বল‌ছেন “Documentary Credit” পদ্ধ‌তি দুজ‌নের স্বার্থ রক্ষা হয় কিভা‌বে?
উ: স্যার, এ পদ্ধ‌তি‌তে আমদানী কারক রপ্তা‌নিকারক‌কে মাল না পাওয়ার আগে মূল্য প‌রি‌শোধ কর‌তে না হওয়ায় সে সু‌বিধাজনক অবস্থায় থা‌কে, আবার অন্য দি‌কে রপ্তা‌নিকারক L/C এর মাধ্য‌মে তার মা‌লের মূল্য পাওয়ার ব্যাপা‌রে নি‌শ্চিত থা‌কে। এভা‌বে দু পক্ষই নিরাপ‌দে থা‌কে।
প্রশ্ন:বুঝলাম, ত‌বে Documentary Collection কি?
উ: এ পদ্ধ‌তি‌তে ক্রেতা ও বি‌ক্রেতার ম‌ধ্যে চু‌ক্তির বিপরী‌তে মাল রপ্তা‌নির পর রপ্তা‌নিকারক Bill of Exchange এর সা‌থে সকল দ‌লিল ব্যাং‌কে জমা দেয় ব্যাংক ‌সেগু‌লি রপ্তা‌নিকার‌কের প্র‌তি‌নি‌ধি হিসা‌বে আমদা‌নিকার‌কের দে‌শের ব্যাং‌কে পা‌ঠি‌য়ে মূল্য Collection ক‌রে দেয়।

প্রশ্ন: Documentary Credit এবং Documentary Collection এর ম‌ধ্যে পার্থক্য কি?
উ: স্যার, এ দুই পদ্ধ‌তির ম‌ধ্যে মুল পার্থক্য হ‌লো L/C অর্থাৎ Documentary Credit এ L/C এর মাধ্য‌মে Exporter ব্যাং‌কের নিকট থে‌কে মা‌‌লের মূল্য পাওয়ার ব্যাপা‌রে নিশ্চয়তা পায় কিন্তু Documentary Collection এর ক্ষে‌ত্রে এ ধর‌নের নিশ্চয়তা থাকেনা।
প্রশ্ন: আচ্ছা বুঝলাম, ত‌বে আন্তর্জা‌তিক বা‌ণিজ্যে আমদা‌নি মূল্য প‌রি‌শো‌ধের আর কি কোন পদ্ধ‌তি আছে?
উ: হ্যা আছে, যেমন:
1: Advance Payment
2: Open Account
3: Consignment Sale

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্ন: আচ্ছা, Advance Payment টা কি?
উ: স্যার, এ পদ্ধ‌তি‌তে রপ্তা‌নি কারক‌কে মাল পাঠা‌নোর পূ‌র্বেই আমদা‌নি কারক কর্তৃক মূল্য প‌রি‌শোধ ক‌রে দি‌তে হয়।
প্রশ্ন: ত‌বে Open Account কি?
উ: এ পদ্ধ‌তি‌তে Exporter পণ্য ও Documents এক‌ত্রে পা‌ঠি‌য়ে দেয়। Importer পণ্য হা‌তে পাওয়ার পর মূল্য পরি‌শোধ ক‌রে।
প্রশ্ন: বুঝলাম, ত‌বে Open Account ও Advance Payment এ দুই পদ্ধ‌তির ম‌ধ্যে পার্থক্য বল‌তে পার‌বেন?
উ: জি স্যার পারবো, Advance Payment এর ক্ষে‌ত্রে Importer চরম ঝু‌কি‌তে থা‌কে আর Open Account পদ্ধ‌তি‌তে Exporter চরম ঝু‌কি‌তে থা‌কে।

প্রশ্ন: ‌মি Consignment Sale টা কি বল‌তে পার‌বেন?
উ: স্যার, এ পদ্ধ‌তি‌তে বি‌ক্রেতা তার বিদে‌শি কোন Agent এর নিকট পণ্য পা‌ঠি‌য়ে দেয়। বি‌দেশী Agent পন্য বিক্রয় ক‌রে তার পর নি‌জের ক‌মিশন রে‌খে বাকীটা Exporter কে পা‌ঠি‌য়ে দেয়।
প্রশ্ন: মি ব‌লেন‌ তো Bill of Exchange কোন ধর‌ণের Document?
উ: স্যার, Bill of Exchange এটা Financial Document.

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button