ব্যাংকার

একজন ব্যাংকারের যে বিষয়গুলো জানা জরুরি

ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ আমার লিখাটা পড়ে কোনো ব্যাংক কর্তা রাগ করবেন না। ইহা একটা অপ্রিয় সত্য। আমরা যারা আজকাল ব্যাংক এ জব করে নিজেদেরকে ব্যাংকার দাবি করি তাদের নিজেরা নিজেকে প্রশ্ন করেন? ধরুন আপনি একটা সেন্ট্রালাইজড ব্যাংকের ব্রাঞ্চ এ কাজ করেন, যেকোন পদে ধরে নিলাম! একটু চিন্তা করুন আর বলুন (সবাই না..কিন্তু অধিকাংশ)।

সেন্ট্রালাইজড ব্যাংক, ব্যাংকার…..
১. আপনার ব্রাঞ্চ এই বছর কত লাভ করেছে আর কত লস করেছে জানেন?
২. কাস্টমার হোম লোন নিবে, আপনি কি কাস্টমারের ক্রেডিট Eligibility টেস্ট করার টুলস গুলা জানেন?
৩. আপনি হোম লোন এর জন্য পর্চা, খতিয়ান, খাজনা, CS, RS etc বুঝেন?
৪. আপনি কি Mortgage কিভাবে হয় আপনি জানেন, অথবা কখনো পেপারস গুলো দেখেছেন?
৫. আপনি যে গত সপ্তাহে লোনটা Disburse করেছেন, তার RR কত? নেট ইন্টারেস্ট ইনকাম কত হবে জানেন?
৬. আপনার অনলাইন ব্যাংক offline এ, মোবাইল টাও কাজ করছে না, কিন্তু কাস্টমার এসে গেছে লোন এর Amortization Schedule নিতে, Schedule ক্যালকুলেট করতে পারেন, Installment কত হবে বের করতে পারেন?
৭. ফ্লোটিং রেট এ লোন নেয়া, ইন্টারেস্ট কমে গেছে, কাস্টমার আসছে নতুন রেট এ Amortization Schedule নিতে! উফ ঝামেলা! স্যার, Please অপেক্ষা করতে হবে!
৮. কাস্টমার ক্রেডিট কার্ড বিল নিয়ে হাজির, রেগে ফায়ার, এই কয়দিনে এত ইন্টারেস্ট হয় কিভাবে? জানেন কিভাবে ডেইলি ইন্টারেস্ট ক্যালকুলেট হয় উইথ Effective রেট?
এইবার একটু অপারেশন্স নিয়ে কথা বলি!
৯. উফ ব্যাংক এত টাইপ সেভিং স্কিম কেন করে? কেন করতে হয় জানেন?
১০. আপনি একজন ব্যাংকার, CRR, SLR কি জিনিস এইটা জানেন?
১১. বাংলাদেশ ব্যাংক কেন যে কয় মাস পর পর Monetary Policy দেয় বুঝি না?
১২. লোন Classification and Provisioning কি, ব্রাঞ্চ এ তো এইগুলা কখনো শুনি নাই?
১৩. আপনি ব্যাংক ম্যানেজার (ছোটদের কথা বাদ এ দিলাম), আপনি গত বছরের আপনার ব্যাংক এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট এ চোখ পড়েছে?
১৪. আপনি আসলে বুঝেন ৪টা স্টেটমেন্ট কি কি আছে? (আসলে জানার দরকার ও হয়না)… তাই বলে জানবেন না। Growth কেমন ব্যাংক এর? আগামী বছর গুলো কি সুখের যাবে? নাকি নতুন ঠিকানা খুজতে হবে? জানা দরকার না?
১৫. আচ্ছা বলেন তো আপনার ব্যাংক যাতে আপনি কাজ করেন, এইটা কি টাইপ কোম্পানি? প্রাইভেট না পাবলিক লিমিটেড? আচ্ছা আপনার ব্যাংক লিস্টেড কিনা? প্রাইস কত? EPS, NAV, লাস্ট Year Dividend কত?
১৬. ডেবিট ক্রেডিট না জানলে কি আর হয়, অবশ্যই জানেন। কিন্তু Software যে আপনার সে জ্ঞান খেয়ে ফেলছে জানেন? বিশ্বাস হচ্ছে না? বইটা খুলে একটু মিলাবেন।

তাহলে আপনি যে এত বছর কাজ করলেন ব্যাংক এ, আপনি কি? মন খারাপ করবেন না! আপনি একজন স্মার্ট সফল সেলসম্যান (A Smart Successful Salesman).
কিছু বুঝার দরকার নাই, Deposit টার্গেট ফুল কর, ক্রেডিট কার্ড, লোন সেল কর, চেক লিস্ট ধর, পেপারস গুলা কালেক্ট কর, হেড অফিস পাঠাও। OK.. Well Done..!! প্রমোশন, Increment সব হবে! আহ! Digital ব্যাংকার! আফসোস!

কার্টেসিঃ ফয়সাল হোসেন (পরিমার্জিত ও সংশোধিত)।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

৩ মন্তব্য

  1. All points are vital for a banker from a good and knowledgeable bankers points of view..a part from all of the above Due Degelegnce and Integrity and customers data confidentiality show also to know as a banker. I am working in middle East Multinational Banks..we know product know is so crucial for a sucessful banker and I have seen in fact observed in many Banks in Bangladesh they were very linient in terms of all these..specially due diligence …thanks for sharing all points above. Good luck for all BD Bankers .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button