গল্প ও কবিতাব্যাংকার

ব্যাংকারের বর

বউ হলে ব্যাংকার বর দেখে সংসার
এমনটা ভাবা নয় ঠিক
বউ যায় ব্যাংকে সংসারও সঙ্গে
বর নয় অতোটা মানবিক।

স্বামীত্বের অধিকার তারপর সংসার
কাজ সেরে অফিসে ছোটে
সবকিছু দেখে বউ সহযোগী নেই কেউ
তবুও সে খুশি নয় মোটে।

পেশা তার ভিন্ন বোঝে না সে জন্য
ব্যাংকার কতোটাই ব্যাস্ত
ফোন আসে ধরেনা শুনেও শোনে না
আসলে তা অন্যায় মস্ত।

চাকরিটা ছেড়ে দাও সংসারে মন দাও
কত তারে বলি সে শোনে না
হোক না ব্যাংকার আমিও কি কম তার
আমাকে সে একদম গোনে না।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

পুরুষের পাশা পাশি হয় কত হাসা হাসি
এমন কি হয় তাতে দোষ
এ খবর গেলে কানে বড় ব্যাথা লাগে মনে
রাগে তাই করে ফোঁস ফোঁস।

সারা দিন কথা নেই এক চোখ দেখা নেই
বুক জুড়ে কত যে হাহাকার
কেন সে এমন করে আমাকে রেখে দূরে
পরকীয়া হল না তো তার।

সন্দেহ নয় ঠিক এটা রোগ মানসিক
বিশ্বাসে যেন চোট লাগে
বউ কাছে এলে তাই ফ্যাল ফ্যাল চোখে চাই
সে এমন ছিলোনা তো আগে।

ছয়টা তো বেজে যায় তারে নাহি দেখা যায়
কি এতো কাজ করে বুঝিনা
বার বার ঘড়ি দেখে জানালায় চেয়ে থাকে
অপেক্ষা যেন তার থামেনা।

ঝাল মুড়ি ফুসকা কিনে এক বুচকা
অফিসের সামনে দাড়িয়ে সে রয়
এই সব খেতে বউ পায় যেন স্বাদ মৌ
হাতে দিলে খুব খুশি হয়।

অবশেষে নামলেন এক পা থামলেন
চোখে চোখ রাখলেন মিষ্টি হেসে
সকালের রোদ্দুর আধারকে করে দূর
দুজনে দাঁড়ালেন শরীর ঘেঁষে।

** বন্ধুরা- এই লেখা আমার কল্পনা প্রসুত। কারো জীবনের সাথে মিলে গেলে আমাকে ভুল বুঝবেন না।
লেখকঃ মোঃ নজরুল ইসলাম, কবি ও ব্যাংকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button