ইন্টারনেট ব্যাংকিংইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল প্রদান করুন IBBL iBanking এর মাধ্যমে

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম IBBL iBanking এর মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল প্রদান করার পদ্ধতি।

• ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গ্রামীণ ফোনের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পেমেন্ট সেবা চালু করেছে। ইসলামী ব্যাংকের গ্রাহকেরা IBBL iBanking এর মাধ্যমে এই সেবা উপভোগ করতে পারবেন। কিভাবে বিল পরিশোধ করতে হয় তা নিম্নে আলোকপাত করা হলোঃ দুইটি ধাপে এই বিল পেমেন্ট করতে হয়।

ধাপ ১ঃ আপনার কোম্পানির এসোসিয়েশন লিংক থেকে বিলার কোম্পানির সাথে আপনার মোবাইল নম্বর সংযুক্ত করে আপনি আপনার বিল পে সার্ভিসটি চালু করে নিন।

ধাপ ২ঃ “পে বিল” লিঙ্কটির ব্যবহার।
এবার বলবো কিভাবে কোম্পানী এসোসিয়েশন করবেন।
* প্রথমেই IBBL iBanking এ লগ ইন করুন- https://ibblportal.islamibankbd.com এই লিংক থেকে।
* বাম সাইড থেকে Utility Bill Pay তে ক্লিক করুন।
* এরপর কোম্পানী এসোসিয়েশন এ ক্লিক করুন।
* এরপর Operation Type এ ক্লিক করে Company Association সিলেক্ট করুন।
* Company Name এ ক্লিক করে Bangladesh Power Development Board সিলেক্ট করে সাবমিট দিন।
* এরপর আপনার মোবাইল নম্বর, বিলের কনজুমার নম্বর, iBanking এর পিন নম্বর দিয়ে সাবমিট করুন।
* এভাবে আপনার কোম্পানী এসোসিয়েশন সফলভাবে সম্পন্ন হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

* এরপর বিল পেমেন্ট করতে বাম সাইড থেকে Utility Bill Pay তে ক্লিক করুন।
* এরপর Bill Pay মেনুতে ক্লিক করুন।
* এরপর একাউন্ট সিলেক্ট করে সাবমিট করুন।

* এরপর আপনার বিল নম্বর, সিডি নম্বর, বিল ডিউ ডেট, বিলের টাকার পরিমাণ দিয়ে সাবমিট করুন।
* এরপর আপনার iBanking এর পিন নম্বর ও মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে সাবমিট করুন।
* আপনার বিল সঠিকভাবে পেমেন্ট হয়েছে।

* বিলের ভাউচার পেতে বাম সাইড থেকে Utility Bill Pay তে ক্লিক করুন।
* এরপর Utility Voucher এ ক্লিক করুন।
* প্রিন্ট করে ভবিষ্যতের জন্য সংরক্ষন করে রাখতে পারেন।

• উপরোক্ত নিয়ম অনুযায়ী গ্যাস বিল ও পানির বিল পেমেন্ট করতে পারবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।

• বিস্তারিত জানতে ম্যানুয়াল দেখুন। ম্যানুয়ালটি পেতে ক্লিক করুন। এখানে

• আমার ভিডিও টিউটোরিয়াল টি দেখুন, ক্লিয়ার বুঝতে পারবেন।

কাভারেজ এরিয়া

পিডিবি চট্টগ্রাম
চট্টগ্রাম মেট্রো, ফৌজদারহাট, হাটহাজারী, মহরা, বারুকুন্ডা, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, মানিকছড়ি, বেতবুনিয়া, রামগড়, কাপ্তাই, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা, মারিশা, পটিয়া, কক্সবাজার, সাতকানিয়া, দোহাজারী, রামু, লামা, চকোরিয়া

পিডিবি সিলেট
সিলেট মেট্রো, ছাতক, দিয়ারি, সুনামগঞ্জ, মৌলভীবাজার শহরের কুলাউড়া, হবিগঞ্জ

পিডিবি রংপুর
দিনাজপুর, পঞ্চগড়, তেতুলিয়া, ঠাকুরগাঁও, ফুলবাড়ি, পার্বতীপুর, সেতাবগঞ্জ, রংপুর সিটি, দোয়ানী, ডোমার,জলঢাকা, কুড়িগ্রাম, লালমনিরহাট, সৈয়দপুর, নীলফামারী, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, কালিগঞ্জ, হাতীবান্ধা, কিশোরগঞ্জ

ডিপিডিসি ঢাকা
ঢাকা মেট্রো সিটি, পোস্তগোলা, নারায়ন গঞ্জ পশ্চিম, ফতুল্লাহ, মাতুয়াইল

ডেসকো ঢাকা
ঢাকা মেট্রো সিটি, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম

তিতাস গ্যাস
ঢাকা মেট্রো সিটি, টঙ্গী, জয়দেবপুর, টাঙ্গাইল, কাশিমপুর, ময়মনসিংহ সিটি, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ভালুকা, গফরগাঁও, শেরপুর, মুক্তাগাছা, তারাকান্দি, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ সিটি, সোনারগাঁও, সাভার

কেজিডিসিএল (কর্ণফুলী গ্যাস)
চট্টগ্রাম মেট্রো সিটি

BGSL (বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড)
কুমিল্লা সদর, চৌদ্দগ্রাম, কসবা, চান্দিনা, গৌরীপুর সদর/ দাউদকান্দি, হোমনা, কচুয়া, বাঞ্ছারামপুর, দেবীদ্বার সদর, মুরাদনগর, লাকসাম সদর, লালমাই, বরুড়া, ফেনী সদর, দাগন ভূঁইয়া, বসুরহাট, ছাগলনাইয়া, পরসুরাম, ফুলগাজী, মাইজদীগামী সদর, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, চাঁদপুর সদর, হাজীগঞ্জ, মতলব, শাহরাস্তি, লক্ষ্মীপুর

JGSL (জালালাবাদ গ্যাস)
সিলেট মেট্রো সিটি, সুনামগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, গোপালগঞ্জ, কুলাউড়া, শাহজিবাজার, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার

CWASA (চট্টগ্রাম ওয়াসা)
চট্টগ্রাম মেট্রো সিটি

Kwasa (খুলনা ওয়াসা)
খুলনা মেট্রো সিটি

WZPDCL (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড)
খুলনা মেট্রো সিটি বরিশাল সিটি, পিরোজপুর, ঝালকাঠি, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কালীগঞ্জ, ভেড়ামারা, কোটচাদপুর, আলমডাঙ্গা, শৈলকুপা, কুমারখালী, মহেশপুর, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, ভাঙ্গা, মধুখালীর, পাংশা, গোয়ালন্দ, সদরপুর, যশোর, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, ভোলা, বরগুনা

২ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button