ব্যাংক ক্যারিয়ারব্যাংক ক্যারিয়ার টিপস

কর্মক্ষেত্রে উদ্দীপ্ত থাকার ১২ টিপস

সাধারণত আমরা যখন উদ্দীপ্ত থাকি, তখন আমরা নিজেকে উজাড় করে দিয়ে কাজ করতে পারি। অনেক কঠিন কাজও তখন সহজে করে ফেলতে পারি আমরা। কিন্তু বিভিন্ন কারণেই আমরা সব সময় উদ্দীপ্ত থাকতে পারি না। আসুন জেনে নিই উদ্দীপ্ত থাকার কিছু টিপস।
• সুস্থ থাকুন
ক. এক গ্লাস পানি পান করুন: সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পানের মাধ্যমে দিনের শুরু করুন।
খ. ব্যায়াম করুন, ঘাম ঝরান: প্রতিদিনের ব্যায়াম করুন। এটি আপনার শক্তিকে সমৃদ্ধ করবে। মেজাজ ভালো রাখবে আর মানসিক চাপ দূর করবে।
গ. সামান্য ঘুমিয়ে নিন: কাজের ফাঁকে সময় পেলে সামান্য ঘুমিয়ে নিন। কারণ আপনি যখন পর্যাপ্ত বিশ্রাম নেবেন, তখন বেশি কাজ করার শক্তি পাবেন।
• দিনের পরিকল্পনা
ঘ. শীর্ষ ৩ কাজ: প্রতিদিন গুরুত্ব অনুযায়ী তিনটি কাজের তালিকা করুন। সে অনুযায়ী কাজগুলো সম্পাদন করুন।
ঙ. ৫০/১০ নিয়ম: ৫০ মিনিট কাজ করুন। তারপর ১০ মিনিট ব্রেক দিন। তারপর আবার কাজে মনোনিবেশ করুন।
চ. আত্মসমালোচনা ও মূল্যায়ন: দিন শেষে অন্তত ১০ মিনিট আত্মসমালোচনা করুন। আজকের কাজগুলোর মূল্যায়ন করুন।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।
• অব্যাহত শিক্ষা
ছ. পড়াশোনা: প্রচুর পড়ুন। কারণ এতে আপনার জ্ঞান সমৃদ্ধ হবে। যা আপনাকে উদ্দীপ্ত থাকতে সাহায্য করবে।
জ. ব্রাউজিং: ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করুন। ইউটিউবে বিভিন্ন বিষয়ের টিউটোরিয়াল দেখুন। বিভিন্ন গবেষণার সাথে পরিচিত হোন। এটা আপনার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
ঝ. ব্রেইন স্টোর্মিং: কোনো একটি বিষয় নিয়ে নিজে ভাবুন। অন্যের সাথে শেয়ার করুন। এর মাধ্যমে সৃজনশীল কোনো আইডিয়া বেরিয়ে আসতে পারে।
• আপনাকে সুখী রাখে এমন বিষয়ে মনোযোগ দিন
ঞ. সফলতার দিকে তাকান: প্রতিদিন সকালে আপনার ১০টি সফলতার কথা ভাবুন। এটি আপনার সুখানুভুতি বাড়িয়ে দেবে।
ট. ডেস্ক পরিষ্কার করুন: কর্মক্ষেত্রে আপনার ডেস্ক বা রুমটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সবকিছু গুছিয়ে রাখুন। এতে কাজে আপনার মনযোগ বাড়বে।
ঠ. শখ পূরণে নজর দিন: আপনার প্রিয় কাজগুলো করার জন্য একটু সময় রাখুন। সেটা হতে পারে বাইক চালানো কিংবা অন্য যে কোনো কিছু। এতে করে আপনার মন ভালো থাকবে। কাজে আসবে গতি।

একটি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button