ব্যাংকার্স ভাইভা টিপস

ব্যাংকার্স ভাইভা ট্রায়ালঃ পর্ব-৯ ফরেন এক্সচেঞ্জ ১

ব্যাংকারদের VIVA নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরও বলতে হয় ব্যাংকারদের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। VIVA বোর্ডে সাধারণত যে সমস্ত প্রশ্ন করা হয় তা Trial আকারে আপনাদের জন্য তুলে ধরা হলো। এটি ধারাবাহিকভাবে পর্ব আকারে প্রকাশিত হচ্ছে। আশা করছি সবার কাজে লাগবে। আজকের ভাইভাটা Foreign Exchange সংক্রান্ত বিষয়ে। কথা না বাড়িয়ে চলুন ৯ম পর্বে।

প্রশ্ন: মি: কোথায় কাজ করেন?
উ: স্যার, Foreign Exchange এ।
প্রশ্ন: AD কি বলতে পারেন?
উ: স্যার, Authorized Dealer.
প্রশ্ন: AD কি কি কাজ করে?
উ: 1. Exchange of Foreign Currencies.
2. Buying & Selling Foreign Currencies.
3. Opening LC & Settlement of Payment.
4. Opening FC Account
5. Handling Export Document.

প্রশ্ন: আচ্ছা, LC কি?
উ: স্যার, As per UCP-600 Credit means any arrangement, however named or described that is irrevocable and thereby Constitute a definite undertaking of the issuing bank to honor a complying presentation.
প্রশ্ন: Complying Presentation কিভাবে হবে?
উ: যখন Presentation টা UCPDC এবং ISBP এর সকল Term এবং Condition অনুযায়ী করা হবে।
প্রশ্ন: আচ্ছা, ISBP আবার কি?
উ:স্যার, International Standard Banking Practice.

প্রশ্ন: Back to Back LC বলতে কি বুঝেন?
উ: স্যার, Export এর জন্য প্রাপ্ত LC কে Lien রেখে অন্য একটি LC খুললে সে LC কে Back to Back LC বলে।
প্রশ্ন: আপনি EDF সম্পর্কে কিছু জানেন?
উ: স্যার, জানি, Export Development Fund, স্যার, এ Fund অপ্রচলিত, কিন্তু সম্ভাবনাময়ী রপ্তানী দ্রব্য উৎপাদনের জন্য উৎসাহিত করতে দেওয়া হয়।
প্রশ্ন: এ Fund এর উৎস কোথায়?
উ: International Development Association (IDA) এর উৎস।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

প্রশ্ন: Single Borrower Exposer Limit সম্পকে কি জানেন?
উ: একটি ব্যাংক একজন গ্রাহককে সর্বোচ্চ যে পরিমান বিনিয়োগ দিতে পারবে।
প্রশ্ন: Exporter এর ক্ষেত্রে এর পরিমান কত?
উ: 50% of Total Capital এর মধ্যে Funded 15% & Non Funded 35%। আর Non Funded হলো যেমন: Bank Guaranty, Letter of Credit.
প্রশ্ন: আচ্ছা, আপনি বলতে পারবেন UPAS কি?
উ: জি স্যার, Usance Payment at sight.

প্রশ্ন: এর Procedure টা কি হবে?
উ: স্যার, AD Branch গুরুত্বপুর্ন গ্রাহককে বিনিয়োগ সুবিধা দিতে Usance Basis (90 বা 180 দিন) LC Issue করবে কিন্তু যখন বিল আসবে তখন Acceptance Letter দিয়ে OBU কে Request করবে Bill টি Beneficiary Bank কে at Sight Payment দিতে এবং বিলটি Matured হওয়ার পর গ্রাহকের নিকট থেকে Usance Bill পরিশোধ করে নিবে, এভাবে Procedure শেষ হবে।

প্রশ্ন: এটা কি শরিয়ত সম্মত হবে?
উ: জি স্যার, এ ক্ষেত্রে দুইটা ভাগে লেনদেন হবে,
১. AD এর সাথে Off Shore Banking Unit এর Mudaraba ভিত্তিতে
২. অন্য দিকে গ্রাহকের সাথে Murabaha ভিত্তিতে।
প্রশ্ন: ইসলামী ব্যাংকে OBU কতটি?
উ: তিনটি, যথা: Uttara Br, Head Office Complex Br, Agrabad Br.

ভাইভা বোর্ডঃ ঠিক আছে। আপনি আসতে পারেন।
চলবে………………ভাল থাকবেন। আল্লাহ হাফিজ।
(এটি একটি কাল্পনিক ইন্টারভিউ; শুধু মাত্র শিক্ষার জন্য Present করা হল। কেউ ভুল বুঝবেন না।)
কার্টেসিঃ এহসান উল্লাহ, আইবিবিএল। (পরিমার্জিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button